2ND SEM IDC- BEHAVIOURAL SCIENCE
UNIT-I
[MCQ- Q & A]
১. সামাজিক গোষ্ঠী বলতে কী বোঝায়?
a) সম্পদ
ভাগ করে নেওয়া মানুষ b) একই এলাকায়
বসবাসরত মানুষ
c) পারস্পরিক সম্পর্কযুক্ত
ব্যক্তি দল d) একই ধর্ম পালনকারী ব্যক্তি
২. কোনটি একটি প্রাথমিক গোষ্ঠীর উদাহরণ?
a) ব্যাংক b) পরিবার c) বিশ্ববিদ্যালয় d) ব্যবসায় সংস্থা
৩. প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য কোনটি?
a)
আনুষ্ঠানিক সম্পর্ক b) গভীর
আবেগিক সম্পর্ক
c) অর্থনৈতিক লেনদেন d) অল্প সময়ের পরিচয়
৪. কোনটি একটি গৌণ (secondary) গোষ্ঠী?
a)
বন্ধুত্বের দল b) পরিবার
c) অফিসের সহকর্মী d) পাড়ার শিশু দল
৫. প্রাথমিক গোষ্ঠীর সঙ্গে গৌণ গোষ্ঠীর প্রধান পার্থক্য কী?
a) গৌণ
গোষ্ঠী অধিক আবেগভিত্তিক b)
প্রাথমিক গোষ্ঠী অধিক আনুষ্ঠানিক
c) প্রাথমিক গোষ্ঠী
ব্যক্তিগত সম্পর্কভিত্তিক d)
গৌণ গোষ্ঠী পারিবারিক
৬. কে "In-group" ও "Out-group" ধারণা দেন?
a) কার্ল
মার্ক্স b) উইলিয়াম গ্রাহাম
সামনার
c) অগাস্ট কোঁত d) হার্বার্ট স্পেনসার
৭. সামাজিক গোষ্ঠীর একটি বৈশিষ্ট্য হলো -
a)
নির্জনতা b)
পারস্পরিক সম্পর্ক
c) ব্যক্তিগত স্বার্থ d) ব্যবসায়িক লেনদেন
৮. কোনটি একটি আনুষ্ঠানিক গোষ্ঠীর উদাহরণ?
a) পরিবার b) অফিসের কর্মচারী দল
c) বন্ধুদের আড্ডা d) প্রতিবেশী দল
৯. প্রাথমিক
গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ধারণা দিয়েছেন কে?
a) George
Simmel b) Charles Horton Cooley
c) Emile Durkheim d) Max Weber
১০. গোষ্ঠীর উদ্দেশ্য কী?
a)
প্রতিযোগিতা সৃষ্টি করা b)
ব্যক্তিগত চাহিদা মেটানো
c) সামাজিক প্রয়োজন পূরণ করা d)
রাষ্ট্রীয় ক্ষমতা লাভ
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।