'সবুজের অভিযান'
প্রশ্ন- সবুজের অভিযান
কবিতাটি কার লেখা? কবিতাটি কোন্ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
'সবুজের অভিযান'
কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কবিতাটি 'বলাকা' কাব্যগ্রন্থের ১ নং কবিতা। 'বলাকা'
কাব্যের প্রকাশকাল হল ১৯১৬ খ্রিঃ।
প্রশ্ন- 'সবুজের অভিযান'
কবিতাটি কখন ও কোথায় লেখা হয়েছিল?
'সবুজের অভিযান'
কবিতাটি ১৫ই বৈশাখ ১৩২১ সালে শান্তিনিকেতনে লেখা হয়েছিল।
প্রশ্ন- 'সবুজের অভিযান'
কবিতায় কতগুলি স্তবক আছে? কবিতাটির প্রথম দুটি চরণ লেখ।
'সবুজের অভিযান'
কবিতার স্তবক সংখ্যা হল সাতটি। কবিতাটির প্রথম স্তবকের প্রথম দুটি চরণ হল-
'ওরে নবীন, ওরে আমার কাঁচা,
ওরে সবুজ, ওরে অবুঝ,
আধমরা দের
ঘা মেরে তুই বাঁচা।'
প্রশ্ন- 'বলাকা' কাব্যের
গতিবাদের সঙ্গে পাশ্চাত্যের কোন দার্শনিকের মতবাদের মিল আছে?
বলাকা কাব্যের
মূল সুর গতিবাদ। ফরাসি দার্শনিক বের্গসর 'Creative Evolution' গ্রন্থের গতিবাদের সঙ্গে
বলাকার গতিবাদের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।
প্রশ্ন- 'সবুজের অভিযান'
কবিতায় কবি কিসের আহ্বান করেছেন?
কবি রবীন্দ্রনাথ
'সবুজের অভিযান' কবিতায় কাঁচা, অবুঝ, দুরন্ত, চিরজীবী, অমর নবীনকে চিরপ্রচলিত অন্ধ-কুসংস্কারের
খাঁচা ভাঙাবার জন্য ও 'শিকল-দেবীর পূজাবেদী' ভূমিসাৎ করবার জন্য আহ্বান করেছেন।
প্রশ্ন- 'ওরে নবীন, ওরে
আমার কাঁচা,
....
আধমরাদের ঘা মেরে তুই বাঁচা।' তাৎপর্য লেখ।
কবি রবীন্দ্রনাথ
তাঁর 'সবুজের অভিযান' কবিতায় নবীন তরুণদের উৎসাহ দিয়েছেন, তারা যেন নতুন উদ্যম উঠে
আসে নতুনভাবে নিজের পৃথিবী তৈরি করে এক গতিময় জগৎ তৈরি করে। পুরানো দিনের অন্ধ আচার
সংস্কারগুলো ত্যাগ করে নবীনেরা যেন নতুন জগৎ তৈরি করে এটাই কবি আশা করেছেন। এখানে
'কাঁচা' অর্থাৎ বর্তমান প্রজন্মের মানুষকে বোঝানো হয়েছে।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।