মুসলিম লীগের লক্ষ্য ও উদ্দেশ্য বিশ্লেষণ করো।

Nil's Niva
0

Q- মুসলিম লীগের লক্ষ্য ও উদ্দেশ্য বিশ্লেষণ করো।

১৯০৬ সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। ১৮৮৫ সালে ভারতীয়দের রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষা পূরণ করার উদ্দেশ্যকে সামনে রেখে ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করা হয়। কিন্তু এটা প্রকৃতপক্ষে বৃহৎ ভারতবাসীর পক্ষে কাজ করতে পারেনি, কারণ মূলত এটি ছিল হিন্দু সংগঠন। এমন অবস্থায় ভারতীয় মুসলমানরা নিজেদের রাজনৈতিক স্বার্থে একটি নিজস্ব রাজনৈতিক সংগঠন গড়ে তোলার চিন্তাভাবনা করতে থাকে। তারই ফলশ্রুতিতে ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর ঢাকায় মুসলিম শিক্ষা সম্মেলনের অধিবেশন বসে সম্মেলন শেষে নবাব স্যার সলিমুল্লাহ প্রস্তাবিত রাজনৈতিক সংগঠন হিসেবে ১৯০৬ সালের ৩১ ডিসেম্বর সর্বভারতীয় মুসলিম লীগের জন্ম হয়।

Ø মুসলিম লীগ প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য:

১৯০৬ সালের ৩১ ডিসেম্বর মুসলিম লীগ গঠন করার পর এ সংস্থার যুগ্ম সম্পাদক হন নবাব মুহসিন উল মূলক ও নবাব ভিখার উল- মূলক । ৬০ জন সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহি কমিটি গঠন করা হয় গঠনতন্ত্র প্রণয়নের জন্য এ কমিটির কয়েকজন সদস্যের অপছন্দের কারণে সংঘ শব্দটি পরিত্যাগ করে "All India Muslim League করা হয়। এর সদস্যদপ্তর স্থাপন করা হয় চিন্তিত লক্ষ্মৌতে। এতে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে নিন্দা করা হয়। কংগ্রেসের মুসলিম লীগের গঠনতন্ত্র অনুমোদন করা হয় ১৯০৮ সালের আলীগড় অধিবেশনে। একই বছর সৈয়দ আমির আলীর অন্যান্য | সভাপতিত্বে এর শাখা গঠিত হয়। মুহাম্মদ আলী জিন্নাহ ১৯১৩ সালে মুসলিম লীগের অধিবেশনে যোগদান করেন ।

প্রাচীকালে ১৯০৬ সালে প্রতিষ্ঠিত মুসলিম লীগের যে লক্ষ্য ও উদ্দেশ্যের কথা বলা হয় তা ছিল নিম্নরূপ:

১. মুসলমানদের অধিকার ও স্বার্থরক্ষা: মুসলিম লীগের সূচনা অধিবেশনে মুসলমানদের রাজনৈতিক অধিকার ও স্বার্থরক্ষা করা এবং মুসলমানদের সকল দাবি দাওয়া সরকারের কাছে উপস্থাপন করার ব্যবস্থা করা হয়।

২. ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ: ১৯০৬ সালের মুসলিম লীগের প্রথম অধিবেশনে ব্রিটিশ সরকারের প্রতি ভারতীয় মুসলমানদের আনুগত্যের সুনিশ্চিত ব্যবস্থা করা হয়। যে কোনো ত্বশাসন পরিস্থিতিতে ব্রিটিশ সরকারের মুসলমানদের সম্পর্কে কোনো ভুল ধারণা জন্মালে তা দূর করার ব্যবস্থা করা হয়। কারণ তারা মত তাপূর্ণ | প্রকাশ করেন যে, সরকারের প্রতি আনুগত্য প্রকাশ না করলে নিজেদের দাবি আদায় করা সহজ হবে না ।

৩. ধর্মীয় স্বাধীনতা: অন্য কোনো সম্প্রদায়ের সাথে যাতে মুসলমাদের বিদ্বেষ না দেখা দেয় সে ব্যবস্থা মুসলিম লীগের লক্ষ্য উদ্দেশ্য ঘোষণার সময় বলা হয়।

এগুলো ছাড়া মুসলিম লীগের লক্ষ্যে আরো বলা হয় যে, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে মুসলমানদের সংখ্যানুপাতে নিয়োগ, হাইকোর্ট ও অন্যান্য আদালতে মুসলমান বিচারপতি নিয়োগদান, বঙ্গভঙ্গ রদ না করা এবং মুসলমানদের পৃথক নির্বাচনের ব্যবস্থা দাবি ইত্যাদি ।

 


জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore