প্রশ্ন-
মিউনিসিপ্যালিটির কার্যাবলি।
অথবা, পৌরসভার কার্যাবলি।
পৌর উন্নয়নের
স্বার্থে পৌরসভাকে অনেক কাজ সম্পাদন করতে হয়। যেমন- (১) বাধ্যতামূলক কাজ, (২) স্বেচ্ছাধীন
কাজ ও (৩) অর্পিত কাজ।
(১) বাধ্যতামূলক কাজ: এই বাধ্যতামূলক কাজকে ৪ ভাগে ভাগ করা হয়েছে। (ক) জনসেবামূলক
কাজ, (খ) জনস্বাস্থ্যমূলক কাজ, (গ) উন্নয়নমূলক কাজ এবং (ঘ) প্রশাসনিক কাজ। এর মধ্যে
আছে জল সরবরাহ, নিকাশিবাবস্থা, রাস্তাঘাট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, বস্তি উন্নয়ন, পরিবেশদূষণ
রোধ, ঐতিহাসিক স্থান রক্ষা করা ইত্যাদি।
(২) স্বেচ্ছাধীন কাজঃ এর মধ্যে আছে ৪১টি বিষয়, যেমন- হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র,
শিশুকল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠা, পাঠাগার প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণ, পানীয় জল সরবরাহ,
ক্ষুদ্র ও কুটিরশিল্পের প্রসার, সমবায় সমিতি গঠন ইত্যাদি।
(৩) অর্পিত কাজঃ অর্পিত কাজের তালিকায় ১৭টি বিষয় অন্তর্ভুক্ত। এর মধ্যে
আছে নগরোন্নয়ন, ক্রীড়া ও যুবকল্যাণ, অসামরিক প্রতিরক্ষা, বনসৃজন ও সবুজায়ন, তপশিলি
জাতি ও উপজাতি কল্যাণ, পরিবার পরিকল্পনা ইত্যাদি।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।