প্রশ্ন: সফিস্ট কারা?
উত্তরঃ প্রাচীন গ্রিক দর্শনের আদি ও স্বাধীন গোষ্ঠী হল সফিস্ট
সম্প্রদায়। ইংরেজি 'সফিস্ট' শব্দটির উৎপত্তি ঘটেছে গ্রিক শব্দ 'সফোস' থেকে যার অর্থ
হল জ্ঞানী মানুষ। প্রাক্ সক্রেটিস যুগের তার্কিক জ্ঞানী ও পেশাদারি শিক্ষকরা 'সফিস্ট'
নামে পরিচিত ছিলেন। পরবর্তী দার্শনিকদের অনেকে এদের 'আধা অধ্যাপক ও আধা সাংবাদিক' বা
'জ্ঞানী লোক' হিসেবে অভিহিত করেন। সফিস্টদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- প্রোটাগোরাস,
এন্টিফন, প্রোডিকাস, হিপ্পিয়াস, জর্জিয়াস প্রমুখ।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ
গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282;
7076398606
www. gyanjyoti.info || YT-Gyan Jyoti Coaching Centre
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।