প্রশ্ন: শিন্টো ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি
কী ছিল?
উত্তরঃ শিন্টো ধর্মের তিনটি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়-
① শিন্টো
ধর্মের তিনটি প্রধান বৈশিষ্ট্যের মধ্যে একটি ছিল সম্রাটের দেবত্ব। তিনি হলেন দেবতার
অংশ, জাপানে সেই প্রাচীনযুগ থেকেই এই ধারণা চলে এসেছিল।
② দ্বিতীয়
বৈশিষ্ট্য ছিল জাপানকে দেবতাদের লীলার ক্ষেত্র হিসেবে তুলে ধরা। শিন্টো ধর্মে বলা হয়েছিল,
জাপান কোনো সাধারণ দেশ নয়, দেবতাদের আশীর্বাদ ধন্য একটি দেশ। এই ধারণার ওপর বিশ্বাস
করে জাপানিরা আত্মসচেতন হয়ে উঠেছিল।
③ শিন্টো
ধর্মের তৃতীয় বৈশিষ্ট্য ছিল জাপানের বিধিনির্দিষ্ট মঙ্গলময় নিয়তি। অর্থাৎ, ঈশ্বরের
ইচ্ছায় জাপান গঠিত হয়েছে এবং এই দেশ ঈশ্বরের দেখানো পথেই অনুন্নত, অনগ্রসর মানুষদের
কাছে মুক্তির আলো পৌঁছে দেবে। শিন্টোদের মতে জাপান এইভাবেই মানবসভ্যতায় এক অগ্রণী ভূমিকা
পালন করবে।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ
গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282;
7076398606
www. gyanjyoti.info || YT- Gyan Jyoti Coaching Centre
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।