ভারতের ইতিহাস//পর্বঃ১//ভারতের স্বাধীনতা সংগ্রাম

Nil's Niva
0

 

জিকে ইতিহাস (ভারতের স্বাধীনতা সংগ্রাম)

পর্বঃ১

১. “Poverty and Un-British Rule in India”-গ্রন্থটি কে লিখেছেন?

উওরঃ দাদাভাই নৌরজি।

২. “Welth of Nation”-গ্রন্থটি কে রচনা করেন?

উওরঃ অ্যাডাম স্মিথ।

৩. “Economic History of India”-গ্রন্থটি কে লিখেছেন?

উওরঃ রমেশচন্দ্র দত্ত।

৪. “আমিনি কমিশন” কে গঠন করেন?

উওরঃ ওয়ারেন হেস্টিংস।

৫.বাংলার শেষ গভর্নর কে ছিলেন?

উওরঃ ওয়ারেন হেস্টিংস।

৬.বাংলার প্রথম গভর্নর কে ছিলেন?

উওরঃ রবার্ট ক্লাইভ।

৭.ইংরেজ কোম্পানির ‘মহাসনদ’ বা ম্যাগনাকার্টা কাকে বলে?

উওরঃ ফারুকশিয়ারের ফর্মানকে।

৮.বাংলায় ইংরেজ বনিকরা প্রথম বানিজ্যকুঠি কোথায় গড়ে তোলে?

উওরঃ হুগলিতে(১৬৫১ খ্রিষ্টাব্দে)।

৯. “বোর্ড অব রেভিনিউ” কে স্থাপন করেন?

উওরঃ ওয়ারেন হেস্টিংস।

১০.রেগুলেটিং অ্যাক্ট কবে পাশ হয়?

উওরঃ ১৭৭৩খ্রিষ্টাব্দে।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore