জিকে ইতিহাস (ভারতের স্বাধীনতা সংগ্রাম)
পর্বঃ৩
১. “The Indian War of Independence”-গ্রন্থটি
কে লিখেছেন?
উওরঃ বিনায়ক দামোদর সাভারকার।
২. “Eighteen Fifty Seven”-গ্রন্থটি কে লিখেছেন?
উওরঃ সুরেন্দ্রনাথ সেন।
৩. “হামারা ঝাঁন্সি নেহি দুঙ্গি”- এটি কার
উক্তি?
উওরঃ ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ।
৪. “স্বত্ববিলোপ নীতি” কে চালু করেন?
উওরঃ লর্ড ডালহৌসি।
৫. “অধীনতামূলক মিত্রতা নীতি” কে চালু করেন?
উওরঃ লর্ড ওয়েলেসলি।
৬.সিপাহি বিদ্রোহের সময় মোগল সম্রাট কে ছিলেন?
উওরঃ দ্বিতীয় বাহাদুর শাহ।
৭. “মহারানির ঘোষণাপত্র” কে প্রকাশ করেন?
উওরঃ লর্ড ক্যানিং।
৮.ভারতীয় কাউন্সিল আইন কবে পাস হয়?
উওরঃ ১৮৬১ খ্রিষ্টাব্দে।
৯. “গৌড়ীয় ব্যাকরণ”-কে রচনা করেন?
উওরঃ রাজা রামমোহন রায়।
১০.কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল?
উওরঃ ১৭৮৪ খ্রিষ্টাব্দে।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।