বিষমীভবন কাকে বলে? বিষমীভবন এর উদাহরণ দাও?
বিষমীভবনঃ
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।
পাশাপাশি দুটি সমধ্বনির একটির পরিবর্তন ঘটলে তাকে বিষমীভবন বলে। অর্থাৎ যখন শব্দের মধ্যে দুটি সমধ্বনির একটির পরিবর্তন ঘটে তখন তাকে বিষমীভবন বলা হয়।
বিষমীভবন এর উদাহরণ: লাল > নাল, শরীর > শরীল, ললাট˃নলাট ইত্যাদি।
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।
স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির স্টুডেন্ট অনলাইনে পড়তে চাইলে আজই যোগাযোগ করো
WhatsApp এ যোগাযোগ করুন