উপভাষা কাকে বলে?উপভাষা কয় প্রকার ও কী কী?

Nil's Niva
0




প্রশ্নঃ উপভাষা কাকে বলে? উপভাষা কয় প্রকার ও কী কী? কোন্‌ কোন্‌ উপভাষা কোন্‌ কোন্‌ অঞ্চলে প্রচলিত তা আলোচনা করো। প্রশ্ন মানঃ২+২+২=৬ 

 উপভাষাঃ কোনো ভাষা সম্প্রদায়ের অন্তর্গত ছোট ছোট দলে বা অঞ্চল বিশেষে প্রচলিত ভাষা ছাদকে উপভাষা বলে। উপভাষার প্রকারভেদঃ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়, ড. সুকুমার সেন, অতীন্দ্র মজুমদার ইত্যাদি অধিকাংশ পন্ডিতগণেরই একই মত পোষণ করেছেন। বাংলা ভাষার প্রধান উপভাষা মোট পাঁচটি।এগুলো হল: ১।রাঢ়ী,২।ঝাড়খণ্ডী,৩।বরেন্দ্রী,৪।বাঙালি ও ৫। কামরূপী। ১।রাঢ়ী: মধ্য পশ্চিম বঙ্গ। অর্থাৎ তার ভিতরে রয়েছে পশ্চিম রাঢ়ী- বীরভূম, বর্ধমান, পূর্ব বাঁকুড়া। পূর্ব রাঢ়ী- কলকাতা, চব্বিশ পরগণা, নদীয়া, হাওড়া, হুগলী, উত্তর-পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ। ২।ঝাড়খণ্ডী: দক্ষিণ - পশ্চিম প্রান্ত বঙ্গ ও বিহারের কিছু অংশ। এর মধ্যে রয়েছে মালভূম, সিংভূম, ধলভূম, দক্ষিণ পশ্চিম বাঁকুড়া, দক্ষিণ - পশ্চিম মেদিনীপুর অঞ্চলে ঝাড়খণ্ডী উপভাষা প্রচলিত। ৩।বরেন্দ্রী: উত্তর বঙ্গ অর্থাৎ মালদাহ, দক্ষিণ দিনাজপুর, রাজশাহী ও পাবনা জেলা এ উপভাষার অন্তর্ভুক্ত। ৪।বাঙালি: পূর্ব বঙ্গ দক্ষিণ পূর্ব বঙ্গ এ উপভাষী অঞ্চল। ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, খুলনা, যশোহর, নোয়াখালী, চট্টগ্রাম এ উপভাষার অন্তর্ভুক্ত। ৫।কামরূপী: উত্তর - পূর্ববঙ্গ কামরূপী ভাষার অন্তর্ভুক্ত। এতে আছে জলপাইগুড়ি, রংপুর, কুচবিহার, উত্তর দিনাজপুর, কাছাড়, শ্রীহট্ট, ত্রিপুরা।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore