অভিশ্রুতি কাকে বলে? অভিশ্রুতির উদাহরণ দাও?
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।
অভিশ্রুতিঃঅপিনিহিতির প্রভাবজাত ‘ই’ অথবা ‘উ’ ধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলে শব্দের পরিবর্তন ঘটালে তখন তাকে অভিশ্রুতি বলা হয়।অভিশ্রুতিকে অপিনিহিতির পরবর্তী ধাপ বলা হয়।
অভিশ্রুতির উদাহরণ হলো: করিয়া > কইরা > করে, মানিয়া > মাইন্যা > মেনে, শুনিয়া > শুনে, বলিয়া > বইলা > বলে, হটুয়া > হাউটা > হেটো, আজি > আইজ > আজ, মাতৃকা > মাইয়া > মেয়ে, মাছুয়া > মাউছা > মেছো, বাছিয়া > বাইছ্যা > বেছে ইত্যাদি।অভিশ্রুতি এর ইংরেজি হলো Umlaut.
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।
স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির স্টুডেন্ট অনলাইনে পড়তে চাইলে আজই যোগাযোগ করো
WhatsApp এ যোগাযোগ করুন