'মণ্ডলতত্ত্বের ' উপর একটি ছোটো নোট লেখো। #NOTES #GJCC #NBU

Nil's Niva
0

প্রশ্ন ঃ 'মণ্ডলতত্ত্বের ' উপর একটি ছোটো নোট লেখো। 

(Write a short note on Mandala Theory.)  

উত্তর ঃ মণ্ডল তত্ত্বের প্রবক্তা হলেন চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী কৌটিল্য। তাঁর মতে, প্রতিবেশী রাজ্য মাত্রই প্রকৃতিগত শত্রু। কিন্তু তার পরের প্রতিবেশী রাজ্য হবে স্বভাব মিত্র। সুতরাং, রাজ্যের নিরাপত্তার স্বার্থে যে-কোনো বুদ্ধিমান বা বিবেচক রাজার ইতিকর্তব্য হবে দূর প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে জোট বেঁধে পাশের রাজ্যকে ঘিরে ফেলা। এই বেষ্টনীকরণ নীতি 'মণ্ডলীকরণ' বা 'মণ্ডলতত্ত্ব' নামে পরিচিত।

 


জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore