'G' উপাদানের বৈশিষ্ট্য লেখো। #NOTES #NBU #GJCC

Nil's Niva
0

প্রশ্নঃ 'G' উপাদানের বৈশিষ্ট্য লেখো।

(Write characteristics of 'G' factor.)             

উত্তর ঃ g-উপাদানের বৈশিষ্ট্যগুলি হল-

·      এটি সর্বজনীন এবং বংশগত।

·      একজন ব্যক্তির মধ্যে এটি ধ্রুবক অবস্থায় থাকে।

·      ব্যক্তিভেদে এর পার্থক্য দেখা যায়।

·      এটি ব্যক্তির সব কাজেই প্রয়োজন হয়।

·      ব্যক্তির মধ্যে এর পরিমাণ যত বেশি হয় সাফল্যের সম্ভাবনা তত বেশি।

·      'g' ব্যক্তিতে ব্যক্তিতে পরিমাণগতভাবে পৃথক।

 


জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore