প্রশ্নঃ 'G' উপাদানের বৈশিষ্ট্য
লেখো।
(Write characteristics of 'G' factor.)
উত্তর ঃ g-উপাদানের বৈশিষ্ট্যগুলি হল-
·
এটি
সর্বজনীন এবং বংশগত।
·
একজন
ব্যক্তির মধ্যে এটি ধ্রুবক অবস্থায় থাকে।
·
ব্যক্তিভেদে
এর পার্থক্য দেখা যায়।
·
এটি
ব্যক্তির সব কাজেই প্রয়োজন হয়।
·
ব্যক্তির
মধ্যে এর পরিমাণ যত বেশি হয় সাফল্যের সম্ভাবনা তত বেশি।
·
'g'
ব্যক্তিতে ব্যক্তিতে পরিমাণগতভাবে পৃথক।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।