NEP 3rd Sem MDC Sociology Suggestion 2024-25 II #BKU #FYUGP # SUGGESTION

Nil's Niva
0

Bankura University  

3RD SEM MDC SOCIOLOGY SUGGESTION 2024-25 


Marks-10 

১. জন্মহার এর সংজ্ঞা দাও। ভারতবর্ষে দ্রুত জন্মহার বৃদ্ধির কারনগুলি আলোচনা করো। 

২. ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের সমালোচনামূলক ব্যাখ্যা দাও।

৩. ২০০০ সালে প্রণিত জাতীয় জনসংখ্যা নীতি সম্পর্কে আলোচনা করো।

অথবা, স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতে গৃহীত বিভিন্ন জনসংখ্যা নীতি আলোচনা করো।

৪. ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারন ও ফলাফল আলোচনা করো।

৫. সামাজিক জনসংখ্যা কী? এর পরিধি ও বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো।

৬. প্রজনন কী? প্রজনন হার কীভাবে জনসংখ্যা বৃদ্ধিতে প্রভাবিত করে তা আলোচনা করো।

৭. সামাজিক জনবিজ্ঞানের সংজ্ঞা দাও। ভারতবর্ষে জনবিজ্ঞান পাঠের তাৎপর্য আলোচনা কর।

৮. ভারতে জনসংখ্যা বৃদ্ধির প্রভাবগুলি সম্পর্কে আলোচনা করো।

৯. গ্রামীণ ভারতবর্ষে কি কি কারণসমূহ মরণশীলতাকে প্রভাবিত করে ব্যাখ্যা কর।


Marks-5  

১. পরিযান ও অভিপ্রায়ন বা পরিব্রাজন বলতে কী বোঝ? পরিব্রাজনের কারন আলোচনা করো।

২. উর্বতার সংজ্ঞা দাও? উর্বতাকে প্রভাবিত করে এমন কারন বিশ্লেষন করো।

৩. সামাজিক পরিবর্তনে জনসংখ্যার ভূমিকা আলোচনা করো।

৪. জন্মহার কী? জন্মহারের বৈশিষ্ঠ্যগুলি আলোচনা করো।

৫. মার্ক্স-এর জনসংখ্যা তত্ত্ব-এর সম্পর্কে একটি টীকা লেখ।

৬. প্রাক ম্যালথুসিয়ান তত্ত্ব সম্পর্কে আলোচনা করো।

৭. জনসংখ্যার গতিশীলতা বলতে কী বোঝ?

৮. সামাজিক-অর্থনৈতিক উন্নয়নের সাথে জনসংখ্যা বৃদ্ধির সম্পর্ক আলোচনা কর।

৯. মৃত্যুহার কী? ভারতে মৃত্যুহার হ্রাসের কারনগুলি সম্পর্কে আলোচনা করো।

১০. জনসংখ্যার বিস্ফোরনের কারনগুলি লেখ।

১১. জনসংখ্যা ও শিক্ষার মধ্যে সম্পর্ক আলোচনা কর।


Marks-2  

১. টীকা লেখঃ জনসংখ্যা?

২. মৃত্যুহার বলতে কী বোঝ?

৩. লিঙ্গ অনুপাত বলতে কীবোঝ?

৪. জনসংখ্যা বিস্ফোরণ বলতে কী বোঝ?

৫. অসুস্থতা বলতে কী বোঝ?

৬. Neo-Natal বলতে কী বোঝ?

৭. জন্মহার বলতে কী বোঝ?

৮. প্রজনন বলতে কী বোঝ?

৯. অপরিশোধিত জন্মহার বলতে কী বোঝ?

১০. আয়ুস্কাল বলতে কী বোঝ?

১১. অভিপ্রায়ন বা পরিযান বলতে কী বোঝ?

১২. জন্মহার ও মৃত্যুহারের দুটি পার্থক্য লেখো?

১৩. কাম্য জনসংখ্যা বলতে কী বোঝ?

১৪. পরিব্রাজন জন্মহার বলতে কী বোঝ?

১৫. বৃহত্তর জনসংখ্যাতত্ত্ব।

১৬. টীকা লেখোঃ পরিযাণ

১৭. নারী-পুরুষ অনুপাত

১৮. জন্মের সময় সম্ভব্য জীবনকাল।


জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

6295916282; 7076398606



জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore