প্রশ্ন: নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে টীকা লেখো। অথবা, প্রাচীন ভারতের ইতিহাসে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে লেখো। অথবা, টীকা লেখো: নালন্দা বিশ্ববিদ্যালয়।

Nil's Niva
0

প্রশ্ন: নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে টীকা লেখো।

অথবা, প্রাচীন ভারতের ইতিহাসে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে লেখো। 

অথবা, টীকা লেখো: নালন্দা বিশ্ববিদ্যালয়। 

*****************************************

  • নালন্দা বিশ্ববিদ্যালয়ঃ 

         প্রাচীন ভারতের ইতিহাসে নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল বিশ্ববিখ্যাত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র কুমারগুপ্তের আমলে বিহারের নালন্দা জেলাতে 'নালন্দা বিশ্ববিদ্যালয়' গড়ে উঠেছিল। হিউয়েন সাঙ-এর বিবরণ থেকে এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে বহু তথ্য পাওয়া যায়। মহাযান বৌদ্ধধর্ম উত্থানের পর থেকে নালন্দার খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়তে থাকে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা এখানে শিক্ষাগ্রহণ করতে আসত। এই বিশ্ববিদ্যালয়ে পাঠগ্রহণ করতে চাইলে শিক্ষার্থীকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হত। সরকারি অনুদানে ব্যয়ভার বহন হত। এই বিশ্ববিদ্যালয়ে বেদ, বেদাঙ্গ, দর্শন, ব্যাকরণ, যোগশাস্ত্র, উপনিষদ, চিকিৎসাবিদ্যা, গণিত প্রভৃতি বিষয়গুলি পড়ানো হত। ধর্মপাল, চন্দ্রপাল, শীলভদ্র, শান্তিরক্ষিত প্রমুখ পণ্ডিতেরা নালন্দা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন। এই বিশ্ববিদ্যালয়ে প্রায় 10,000 জন শিক্ষার্থী পড়াশুনা করত এবং বিভিন্ন বিষয়ে পাঠ্যদানের জন্য প্রায় 1500 জন অধ্যাপক ছিলেন বলে জানা যায়। হিউয়েন সাঙ-এর মতে- "নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান”। বৌদ্ধ পন্ডিতরা এই বিশ্ববিদ্যালয়টিকে তৎকালীন সময়ের 'The Oxford of the Mahayana Buddhism' বলেছেন। 


জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore