শব্দার্থের উপাদানমূলক তত্বটি উদাহরন সহ আলোচনা করো//উচ্চমাধ্যমিক বাংলা

Nil's Niva
0

প্রশ্নঃ শব্দার্থের উপাদানমূলক তত্বটি উদাহরন সহ আলোচনা করো|

§  শব্দার্থের উপাদানমূলক তত্ত্বঃ

              শব্দার্থের বিশ্লেষণে উপাদানমূলক তত্ত্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শব্দ কিছু অর্থ উপাদানের সমষ্টি।শব্দার্থকে ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশে বিশ্লেষণ করে শব্দটির সম্পর্কে ধারনা পাওয়া যায় এবং অন্য শব্দের সঙ্গে তার সম্পর্ক নিরূপণ করা হয়।এটি উপাদানমূলক তত্ত্বের আলোচ্য বিষয়।  

              শব্দার্থ তত্ত্বের বিভিন্ন ধারায় শব্দার্থ কে নানাভাবে বিশ্লেষণ করা হয়েছে। সেই সমস্ত শব্দার্থ তত্ত্বের একটি অন্যতম তত্ত্ব হলো শব্দার্থের উপাদান মূলক তত্ব।

             এই তত্ত্বঅনুযায়ী বলা হয় যে কোনো বস্তুকে যেমন ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে ভেঙে তার অণু-পরমাণুর বিশ্লেষণ করলে বস্তুটি সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায় তেমনি শব্দার্থকে ভেঙে তার ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশকে বিশ্লেষণ করলে সেই শব্দের অর্থ সম্পর্কে একটি পরিষ্কার ধারণা লাভ করা যায় এবং অন্যান্য শব্দের সঙ্গে তার সম্পর্কের একটি যথাযথ রুপ পাওয়া যায়। অর্থাৎ উপাদান মূলকতত্ব অনুযায়ী-" শব্দ হলো কিছু অর্থ উপাদানের সমষ্টি"।

§  উদাহরনঃ

            “নারী” শব্দটিকে বিশ্লেষণ করলে তিনটি অর্থ উপাদান পাওয়া যায়-

ü নারী হলো মানব জাতীয়  

ü নারী বললে প্রাপ্তবয়স্ককেই বোঝায়

ü নারী-পুরুষ জাতীয় নয় অর্থাৎ স্ত্রীজাতীয়।

 

§  উপাদানমূলক তত্ত্বের উপযোগিতাঃ

এই তত্ত্ব অর্থের ভিত্তিতে সহজেই শব্দসমষ্টিকে শ্রেণীভুক্ত করতে পারে। শব্দসমষ্টির অন্তর্ভুক্ত সাধারন উপাদানকে চিহ্নিত করতে পারে যার উপর শ্রেণীগুলি নির্ভরশীল।

 

§  উপাদানমূলক তত্ত্বের সীমাবদ্ধতাঃ

১)এই তত্ত্ব সবধরনের শব্দার্থকে ব্যাখ্যা দিতে পারে না।

২)অর্থ-উপাদানগুলি এক-একটি নতুন শব্দের অনুরূপ।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা এটাই আমাদের প্রতিশ্রুতি

নিতিশ স্যারঃ 6295916282; 7076398606

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore