প্রশ্ন: ত্রিশক্তি সংগ্রামের ঐতিহাসিক গুরুত্ব কী ছিল?
******************************************
ত্রিশক্তি দ্বন্দ্ব নিশ্চিতভাবে পাল, প্রতিহার ও রাষ্ট্রকূট এই তিন পক্ষকেই দুর্বল করে ফেলেছিল। তা ছাড়া উত্তর ভারতের বেশকিছু ক্ষুদ্ররাজ্যেও ত্রিশক্তি সংগ্রাম ছড়িয়ে পরেছিল। বাস্তব দৃষ্টিভঙ্গি থেকে বলা যায় যে অংশগ্রহণকারী তিন শক্তিই প্রায় সমশক্তিমান হওয়ায় একেক পর্যায়ে একেক শক্তি সাফল্য পেয়েছে। তবে তিনটি শক্তিকেই যুদ্ধের বিপুল ব্যয়ভার বহন করতে হয়েছে। এ ছাড়া এ দ্বন্দ্ব উত্তর ভারতের রাজনৈতিক ঐক্যবোধকেও যথেষ্ট ক্ষতিগ্রস্ত করে। এর ফলে মুসলমান আক্রমণের সময় উত্তর ভারত শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়। অধ্যাপক সুধাকর চট্টোপাধ্যায় প্রসঙ্গত বলেছেন যে, তিন শক্তির আধিপত্য অর্জনের প্রচেষ্টা প্রতিটিকেই দুর্বল করে উত্তর ভারতের মুসলমান বিজয়ের পথকে প্রস্তুত করেছিল।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।