প্রশ্ন: টীকা লেখো: 'এলাহাবাদ প্রশস্তি'।
অথবা, 'এলাহাবাদ প্রশস্তি'-র ঐতিহাসিক গুরুত্ব কী?
*****************************************উত্তর- এলাহাবাদ প্রশস্তি'-এর রচয়িতা হলেন সমুদ্রগুপ্তের সভাকবিহরিষেণ।এই প্রশস্তি থেকে সমুদ্রগুপ্ত এবং গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস জানা যায়।
ঐতিহাসিক গুরুত্ব: প্রাচীন ভারতের ইতিহাস রচনার একটি উল্লেখযোগ্য প্রশস্তি হল 'এলাহাবাদ প্রশস্তি'। এই প্রশস্তির বেশ কিছু ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এগুলি হল-
প্রথমত, এই প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের দিগবিজয়ের কথা জানা যায়। সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতে বারোজন রাজাকে পরাজিত করেন এবং উত্তর ভারতে নয়জন রাজাকে পরাজিত করেন। এ ছাড়া সীমান্তবর্তী এলাকায় আরও ন-টি আটবিক রাজ্যকে তিনি পরাজিত করেন।
দ্বিতীয়ত, এই প্রশস্তি থেকে গুপ্তযুগের তৎকালীন ভারতের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বিশদভাবে জানা যায়।
তৃতীয়ত, এই প্রশস্তি থেকে ভারতের বাইরে সমুদ্রগুপ্তের কৃতিত্বের কথা জানা যায়। সিংহল, মালয়, কম্বোডিয়া, লাওস প্রভৃতি দেশের রাজারা তাঁর বশ্যতা স্বীকার করেছিলেন।
চতুর্থত, এই প্রশস্তি থেকে হরিষেণের কবিপ্রতিভা, সাহিত্যগুণ এবং সংস্কৃত ভাষায় তাঁর উৎকর্ষতা সম্পর্কে জানা যায়।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।