টীকা লেখোঃ দল বা অক্ষর।
অথবা
দল কাকে
বলে? দল কয় প্রকার ও কী কী? আলোচনা করো।
অথবা
অক্ষর বা দল কাকে বলে? প্রশ্ন মানঃ৩/৬
§ দল বা অক্ষরঃ
মানুষ তার বাগ্যন্ত্রের সাহায্যে যতটা পরিমাণ ধ্বনি এক ঝোঁকে বা একক প্রচেষ্টায় উচ্চারণ করতে পারে, তাকে দল বলে।উচ্চারণ-সাধ্য ক্ষুদ্রতম ধ্বনির নাম অক্ষর বা দল।
'দল' কথাটির আক্ষরিক অর্থ হল ফুলের পাপড়ি। একটি ফুল যেমন একাধিক পাপড়ি নিয়ে গড়ে ওঠে তেমনি একটি শব্দও একাধিক দল নিয়ে গড়ে ওঠে। আবার কোনো কোনো ফুলে একটিই পাপড়ি থাকে, তেমনি কোনো কোনো শব্দেও একটিই দল থাকে।
একটি বড়ো শব্দকে আমরা যখন উচ্চারণ করি, তখন গোটা শব্দটি এক ধাক্কায় উচ্চারণ করি না। আমরা শব্দটিকে ভেঙে ভেঙে উচ্চারণ করি। কারণ এক ধাক্কায় আমরা অনেকটা ধ্বনি উচ্চারণ করতে পারি না। আমি যদি বলি 'রবীন্দ্রনাথ', তাহলে আসলে বলতে হবে এইভাবে:
র-বীন্-দ্র-নাথ্ । কিন্তু এমন অনেক ছোটো শব্দ আছে যাদের পুরোটাকে আমরা একটাই ধাক্কা দিয়ে উচ্চারণ করে ফেলি। যেমন: আম, কাঁচ, শোন, দ্যাখ, গাছ, ভূত, পথ, মগ, খাট, ঢাল, চাল, জল, বিষ, ফল, ফুল প্রভৃতি (এই শব্দগুলি একদল শব্দ বা একদলবিশিষ্ট শব্দ)।
§ দলের শ্রেণিবিভাগঃ
দলকে দুই ভাগে ভাগ করা হয়: (১)মুক্ত দল ও (২)রুদ্ধ দল।
§ মুক্ত দলঃ
যে দলের শেষে স্বর থাকে এবং এই কারণে দলটির শেষাংশের উচ্চারণকে
দীর্ঘায়িত করা যায়, তাকে মুক্ত দল বলে।
§ উদাহরনঃ
'সহজ' শব্দটির দল বিশ্লেষণ করলে দুটি দল পাই: স-হজ্। তার
মধ্যে প্রথম দলটিকে(স) আমরা টেনে উচ্চারণ করতে পারি। 'স' দলটির শেষে একটি 'অ' আছে।
তাই এই দলকে "স-অ-অ-অ-অ-অ-অ...." এইভাবে উচ্চারণ করা যায়। তাই এটি একটি
মুক্ত দল। মুক্ত দলের মাথায় ⌒ এরকম
একটি চিহ্ন দিয়ে দেখানো হয়।
§ রুদ্ধ দলঃ
যে দলের শেষে সাধারণত ব্যঞ্জনধ্বনি থাকে এবং যার উচ্চারণকে
দীর্ঘায়িত করা যায় না তাকে রুদ্ধ দল বলে।
§ উদাহরনঃ
'সহজ' শব্দের দ্বিতীয় দল 'হজ্' একটি রুদ্ধ দল। এই দলের উচ্চারণ
দীর্ঘ করা যায় না। রুদ্ধ দলের মাথায় একটি সরলরেখা দিয়ে বোঝানো হয়।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।