প্রশ্ন: 'রাজপুত যুগ' বলতে কী বোঝো?
অথবা, টীকা লেখো: রাজপুত যুগ।
*****************************************
ভারতের ইতিহাসে 712 খ্রিস্টাব্দ থেকে 1192 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে 'রাজপুত যুগ' বলা হয়। পঞ্চম ও ষষ্ঠ শতাব্দীতে উত্তর ভারতে বিভিন্ন বৈদেশিক আক্রমণ ঘটে। ফলে রাজনৈতিক অনৈক্য সৃষ্টি হয়। হর্ষবর্ধন এই রাজনৈতিক অনৈক্য দূর করে উত্তর ভারতে স্বল্পস্থায়ী শান্তি ও ঐক্য প্রতিষ্ঠা করেছিলেন। উত্তর ভারতে হর্ষবর্ধনের মৃত্যুর পর সপ্তম শতাব্দীর মধ্যভাগ থেকে এক নবযুগের সূচনা হয়। ভারতের ইতিহাসে এই সময় প্রাচীন যুগের অবসান ও মধ্যযুগের সূচনা হয়। অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যভাগে রাজপুতদের প্রভাব ছিল সবথেকে গুরুত্বপূর্ণ। বিভিন্ন ঐতিহাসিক এই যুগকে অর্থাৎ হর্ষবর্ধনের মৃত্যুর পর তুর্কি আক্রমণের সাফল্য পর্যন্ত সময়কালকে 'রাজপুত যুগ' বা 'Era of Rajpuť বলেছেন।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।