প্রশ্ন: আরবদের সিন্ধু বিজয়ের দুটি কারণ সম্পর্কে আলোচনা করো।
*****************************************
আরবদের সিন্ধু অভিযানের পিছনে বহুবিধ কারণ ছিল। এই কারণগুলি নীচে সুত্রাকারে আলোচনা করা হল-
1.আর্থিক কারণ: ঐতিহাসিকদের মত অনুসরণ করে বলা যায় যে, আরবরা ভারতে ব্যাবসাবাণিজ্য সম্প্রসারণের জন্য ভারতবর্ষের দিকে নজর দেয়। এ ছাড়া প্রাচীনকাল থেকেই ভারতের ঐশ্বর্যশালী ধনসম্পদ বিদেশিদের গভীরভাবে আকৃষ্ট করেছিল। এই জাতিগুলির মধ্যে আরবরাও ছিল। তাই বলা যায় আরবদের সিন্ধু অভিযানের কারণ অনুসন্ধান করতে হলে আর্থিক কারণকে অবশ্যই প্রাধান্য দেওয়া উচিত।
2.রাজনৈতিক কারণ: সাম্রাজ্যবাদী মুসলিম শাসকরা সাম্রাজ্য বিস্তারের জন্য ভারতবর্ষে আরব অভিযান প্রেরণ করেন। সাম্রাজ্য বিস্তারের সূচনালগ্নে ইসলাম ধর্মাবলম্বী আরবীয়রা সাম্রাজ্য সম্প্রসারণে আগ্রহী হলে তারা আফ্রিকা হয়ে এশিয়া মহাদেশের বিভিন্ন স্থান দখল করে এবং শেষ পর্যন্ত ভারতবর্ষে পদার্পণ করে। ঐতিহাসিকরদের মতে, সাম্রাজ্য বিস্তারের পথ ধরেই ভারতবর্ষে আরবীয়রা উপস্থিত হয় এবং প্রভুত্ব কায়েম করে।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।