প্রশ্নঃ বৈষ্ণব সাহিত্যে কোন্ রসকে শ্রেষ্ঠ রস বলা হয়?
উত্তর। বৈষ্ণব সাহিত্যে মধুর রসকে শ্রেষ্ঠ রস বলা হয়। মধুর রসের সাধনায় ভগবান দয়িত বা প্রেমিক। ভক্ত দয়িতা বা প্রেমিকা। মধুর রসের সাধনায় ভক্ত নিজের অস্তিত্ব বিসর্জন দিয়ে ভগবানের সুখের জন্য নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করে। মধুর রসে শান্ত রসের কৃষ্ণনিষ্ঠা, দাস্যরসের সেবা এবং সখ্যতা আছে। সুতরাং বৈষ্ণবদের কাছে মধুর রসই শ্রেষ্ঠ রস।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282; 7076398606
www.gyanjyoti.info | Nil’s Niva
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।