প্রশ্নঃ চৈতন্য পূর্ববর্তী ও চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদাবলীর মধ্যে পার্থক্য কি?
উত্তর। চৈতন্য পূর্ববর্তী ও চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদাবলীর মধ্যে যুগপত, ভাবগত ও আঙ্গিকগত পার্থক্য আছে। উভয় পদাবলী দুটি স্বতন্ত্র যুগের। চৈতন্য পূর্ববর্তী পদাবলী রাধাকৃষ্ণের প্রেমলীলা বৈচিত্র্যের মানবিক রসপ্রবেশ। এর মধ্যে রাধাকৃষ্ণের মানবিক রূপাধিক্য সমধিক পরিস্ফুট। চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদাবলীর মধ্যে আধ্যাত্মিকতার ভাবাধিক্য। চৈতন্য পূববর্তী বৈষ্ণব পদাবলীতে ইন্দ্রিয়গ্রাহ্য অনুভূতির প্রাবল্য, চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদাবলীর মধ্যে অতীন্দ্রিয় জগতের আধিক্য সহজ, স্বাভাবিক ও সরলতায় অকৃত্রিম, চৈতন্য পরবর্তী পদাবলী অনেকাংশে আঙ্গিক নির্ভর।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282; 7076398606
www.gyanjyoti.info | Nil’s Niva
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।