CBCS 2nd Semester AECC Bengali Suggestion 2024||Back Paper||By-Nitish Sir||NBU

Nil's Niva
0

 

AECC Bengali Suggestion 2024

North Bengal University

প্রশ্ন মানঃ১০

v নির্বাচিত কবিতাঃ

১. 'সবুজের অভিযান' কবিতায় কবি যৌবনের জয়গান কীভাবে গেয়েছেন তা লেখো।

অথবা

'সবুজের অভিযান' কবিতায় কবি নবীনদের কীভাবে আহ্বান জানিয়েছেন তা আলোচনা করো।

২. সবুজের অভিযান কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো।

৩. নজরুল ইসলামের 'আমার কৈফিয়ৎ' কবিতায় যে প্রতিবাদের চিত্র ফুটে উঠেছে তা ব্যক্ত করো।

অথবা

কাজী নজরুল ইসলামের 'আমার কৈফিয়ৎ' কবিতায় মূল সুরটি আলোচনা করো।

অথবা

'আমার কৈফিয়ৎ' কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো।

৪. আমার কৈফিয়ৎ' কবিতায় সমকালীন যে রাজনীতি ও ব্যক্তিগত ব্যঙ্গ বিদ্বেষের চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো।

v নির্বাচিত প্রবন্ধঃ

১. প্রমথ চৌধুরী 'ভারতচন্দ্র' প্রবন্ধে ভারতচন্দ্রের যে আত্মপরিচয় উদ্ঘাটন করেছেন তা লিপিবদ্ধ করো।

২. প্রবন্ধকার প্রমথ চৌধুরী ভারতচন্দ্রের লেখার মধ্যে কোন কোন্ গুণগুলির কথা তুলে ধরেছেন-তা লেখো।

৩. 'বৈজ্ঞানিক বুদ্ধি' প্রবন্ধে প্রাবন্ধিক বৈজ্ঞানিক বুদ্ধির যে স্বরূপ তুলে ধরেছেন, তা আলোচনা করো।

৪. রাজশেখর বসুর 'বৈজ্ঞানিক বৃদ্ধি' প্রবন্ধে বৈজ্ঞানিক সত্য সম্পর্কে লেখকের মত কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে তা আলোচনা করো।

v নির্বাচিত ছোটগল্পঃ

১. 'দেনাপাওনা' গল্পের মধ্যে দিয়ে একটি মেয়ের অনমনীয় সম্মানবোধ কীভাবে ব্যক্ত হয়েছে, তা আলোচনা করো।

২. দেনাপাওনা গল্পে নিরুপমা চরিত্রটি আলোচনা করো।

৩. ‘আদাব' গল্পের নামকরণের সার্থকতা বিচার করো।

৪. 'আদাব' গল্পে সাম্প্রদায়িক সংঘাতের প্রেক্ষিতে সম্প্রীতির যে চিত্র ফুটে উঠেছে, তার পরিচয় দাও।

প্রশ্ন মানঃ৫ 

v  নির্বাচিত কবিতাঃ

১. "আয় দুরন্ত, আয় রে আমার কাঁচা।" -কবি এখানে কাদের "কাঁচা” বলেছেন? তাদের কাঁচা ও দুরন্ত বলার তাৎপর্য বুঝিয়ে দাও।

২. "চির যুবা তুই রে চিরজীবী

প্রাণ অফুরান ছড়িয়ে দেদার দিবি। -উদ্ধৃত অংশটির তাৎপর্য উল্লেখ করো।

৩. "যাহা কিছু লিখি অমূল্য বলে অ-মূল্যে নেন।" - কোন্ কবিতার অংশ? আলোচ্য অংশে কবির যে মনোভাব ফুটে উঠেছে তা ব্যক্ত করো।

৪. "ক্ষুধাতুর শিশু চায়না স্বরাজ, চায় দুটি ভাত একটু নুন।" - উদ্ধৃতিটির প্রসঙ্গ ব্যাখ্যা করো।

৫. ওরে সবুজ ওরে আমার কাঁচা / আধমরাদের ঘা মেরে তুই বাঁচা' করো।-অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো।  

v নির্বাচিত প্রবন্ধঃ

১. ভারতচন্দ্রের সাংসারিক জীবন ছিল সত্যই একটি অসাধারণ ট্রাজেডি। লেখকের এই বক্তব্যটির ব্যাখ্যা কর।

২. আমি হচ্ছি এ যুগের ভারতচন্দ্র, অর্থাৎ ভারতচন্দ্রের বরা বক্তা কে? তিনি নিজেকে এরূপ বলেছেন কেন?

৩. ফলিত জ্যোতিষ সম্পর্কে লেখক যে মতামত দিয়েছেন তা ব্যাখ্যা কর।

৪. রাজশেখর বসু 'বৈজ্ঞানিক বুদ্ধি' প্রবন্ধে যেসব কুসংস্কারের কথা বলেছেন, তা বিবৃত করো।

v নির্বাচিত ছোটগল্পঃ

১. ‘দেনাপাওনা’ গল্পে রামসুন্দর মিত্র চরিত্রটি বর্ণনা করো।

২. ‘দেনাপাওনা' গল্প অবলম্বনে শাশুড়ি চরিত্রটি বিশ্লেষণ করো।

৩. দেনাপাওনা গল্পটি কোন সমস্যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে? গল্পটির কাহিনী বিশ্লেষণ করো।

৪. 'দেনাপাওনা' গল্পে নিরুপমার মৃত্যুর জন্য কে, বা কারা দায়ী- যুক্তিসহ আলোচনা করো।

৫. ‘আদাব’ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো।

৬. ‘আদাব’ গল্পে হিন্দু-মুসলিমের যে সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো।

৭. 'আদাব' গল্পে প্রধান চরিত্র দুটির নামকরণ করা হয়নি কেন? যুক্তিসহ আলোচনা করো।

v বঙ্গানুবাদঃ

v IPA বা আন্তর্জাতিক ধ্বনিমালাঃ

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

6295916282; 7076398606

 www.gyanjyoti.info |        Nil’s Niva

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore