VAC UNDERSTANDING INDIA(M.C.Q) UNIT-2

Nil's Niva
0

 VAC UNDERSTANDING INDIA(M.C.Q)

UNIT-2

1. বৈদিক সভ্যতা কোন্ যুগের?

a.তাম্র যুগ b.নব্যপ্রস্তর যুগ c.লৌহ যুগ d.ব্রোঞ্জ যুগ।

2. 'আদিকাব্য' নামে পরিচিত-

a.রামায়ণ b.মহাভারত c.ঋগবেদ d.মনুসংহিতা।

3.. গৌতম বুদ্ধ কোন্ বংশে জন্মগ্রহণ করেছিলেন?

a.কোশল b.সিংঘল c.শাক্য d.কোনোটিই নয়।

4. চতুর্যামের আদর্শ প্রচার করেছিল-

a.মহাবীর b.গৌতম বুদ্ধ c.পার্শ্বনাথ d.কেউ নন।

5. 'বীজক' রচনা করেন-

a.রামানন্দ b.কবীর c.রামদাস d.গুরু নানক।

6. 'দিল্লীর আলো' বা 'চিরাগ-ই-দিল্লী' বলা হয়-

a. মইনুদ্দিন চিশতিকে b.নিজামউদ্দিন আউলিয়াকে c. নাসিরউদ্দিন চিরাগকে d.বখতিয়ার কাকিকে।

7. 'আর্য মহিলা সমাজ' (1882) প্রতিষ্ঠা করেন-

a.ধন্দ কেশব কার্ডে b.সরোজিনী নাইডু c.পন্ডিতা রমাবাঈ d.সরলা দেবী চৌধুরানি।

8. 'রহনুমাই মাজদয়াসন সভা' প্রতিষ্ঠিত হয়েছিল-

a.1851 সালে b.1871 সালে c.1881 সালে d.1891 সালে।

9. 'গুলামগিরি' গ্রন্থটির লেখক হলেন-

a. নেতাজি সুভাষচন্দ্র বসু b.বিষুশাস্ত্রী পণ্ডিত c.জ্যোতিবা ফুলে d.মহাদেব গোবিন্দ রাণাডে।

10. অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন-

a. হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও b.রামমোহন রায় c, ঈশ্বরচন্দ্র গুপ্ত d.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবো আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

6295916282; 7076398606

Website: www.gyanjyoti.info | You tube: Nil’s Niva

 

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore