VAC UNDERSTANDING INDIA(M.C.Q)
UNIT-2
1. বৈদিক সভ্যতা কোন্ যুগের?
a.তাম্র যুগ b.নব্যপ্রস্তর যুগ c.লৌহ যুগ d.ব্রোঞ্জ
যুগ।
2. 'আদিকাব্য' নামে পরিচিত-
a.রামায়ণ b.মহাভারত c.ঋগবেদ
d.মনুসংহিতা।
3.. গৌতম বুদ্ধ কোন্ বংশে জন্মগ্রহণ করেছিলেন?
a.কোশল b.সিংঘল
c.শাক্য d.কোনোটিই নয়।
4. চতুর্যামের আদর্শ প্রচার করেছিল-
a.মহাবীর b.গৌতম বুদ্ধ c.পার্শ্বনাথ
d.কেউ নন।
5. 'বীজক' রচনা করেন-
a.রামানন্দ b.কবীর c.রামদাস d.গুরু
নানক।
6. 'দিল্লীর আলো' বা 'চিরাগ-ই-দিল্লী' বলা হয়-
a. মইনুদ্দিন চিশতিকে b.নিজামউদ্দিন আউলিয়াকে
c. নাসিরউদ্দিন চিরাগকে d.বখতিয়ার কাকিকে।
7. 'আর্য মহিলা সমাজ' (1882) প্রতিষ্ঠা করেন-
a.ধন্দ কেশব কার্ডে b.সরোজিনী নাইডু c.পন্ডিতা
রমাবাঈ d.সরলা দেবী চৌধুরানি।
8. 'রহনুমাই মাজদয়াসন সভা' প্রতিষ্ঠিত হয়েছিল-
a.1851 সালে b.1871 সালে c.1881
সালে d.1891 সালে।
9. 'গুলামগিরি' গ্রন্থটির লেখক হলেন-
a. নেতাজি সুভাষচন্দ্র বসু b.বিষুশাস্ত্রী পণ্ডিত c.জ্যোতিবা
ফুলে d.মহাদেব গোবিন্দ রাণাডে।
10. অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন-
a. হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও b.রামমোহন
রায় c, ঈশ্বরচন্দ্র গুপ্ত d.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবো আমরা,
এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282; 7076398606
Website: www.gyanjyoti.info | You tube: Nil’s Niva
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।