উচ্চমাধ্যামিক শিক্ষাবিজ্ঞান একাদশ অধ্যায় (M.C.Q)
শিক্ষাবিজ্ঞানে প্রযুক্তির ভূমিকা
1. প্রযুক্তি কী?
(ক) তাত্ত্বিক জ্ঞান (খ) ব্যাবহারিক জ্ঞান (গ)
তাত্ত্বিক ও ব্যাবহারিক জ্ঞান (ঘ) কেবলমাত্র দক্ষতা।
2. শিক্ষা প্রযুক্তির পরিধির মধ্যে অন্তর্ভুক্ত হল-
(ক) অনুশিক্ষা (খ) শিক্ষা সম্প্রচার (c) ব্যক্তি-ভিত্তিক
শিক্ষা (ঘ) উপরের সবগুলি।
3. বর্তমানে শিক্ষা প্রযুক্তি কোন্ ক্ষেত্রে ব্যবহৃত হয়?
(ক) জ্ঞানার্জনে (খ) জ্ঞান সরবরাহে (গ) জ্ঞানের মূল্যায়নে
(ঘ) সবগুলি ঠিক।
4. শিক্ষা প্রযুক্তির উদ্দেশ্যগুলিকে কয় ভাগে ভাগ করা যায়?
(ক) 2 ভাগে (খ) ও ভাগে (গ) 4
ভাগে (ঘ) অসংখ্য ভাগে।
5. শিক্ষাবিজ্ঞানের প্রযুক্তিবিদ্যা (Technology of
Education) -র উদাহরণ হল-
(ক) প্রোগ্রাম শিখন (খ) রেডিয়ো (গ) ওভারহেড
প্রোজেক্টর (ঘ) ইনটারনেট।
6. শিক্ষাবিজ্ঞানে প্রযুক্তিবিদ্যার উদাহরণ হল-
(ক) রেডিয়ো (খ) ইনটারনেট (গ) ওভারহেড প্রোজেক্টর (ঘ)
সবগুলি ঠিক।
7. একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হল-
(ক) অডিয়োক্যাসেট (খ) দূরদর্শন (গ) রেডিয়ো
(ঘ) টেলিফোন। খ NS
8. নিম্নলিখিত কোল্টিন্ট যন্ত্র? কম্পিউটারের আউটপুট
(ক) মাউস (খ) কি-বোর্ড (গ) প্রিন্টার
(ঘ) স্ক্যানার।
9. কম্পিউটারের প্রধান অংশ বা মস্তিষ্ক হল-
(ক) ALU (খ) RAM (গ) CPU (ঘ) মনিটর।
10. ইনটারনেট এক্সপ্লোরার হল এক ধরনের-
(ক) হার্ডওয়্যার (খ) সফ্টওয়্যার (গ) মনিটর (ঘ) কি-বোর্ড।
তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবো আমরা,
এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282; 7076398606
Website: www.gyanjyoti.info | You tube: Nil’s Niva
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।