নবম
শ্রেণী ভূগোল গ্রহরূপে পৃথিবী (M.C.Q)
১.১ পৃথিবী সমতল নয়,
গোলাকার আকৃতি বিশিষ্ট এ কথা বলেন-
(ক) অ্যারিস্টট্ল
(খ) কোপারনিকাস (গ) পিথাগোরাস (ঘ) সেবাস্টিয়ান
১.২ পৃথিবীর ব্যাস
সংক্রান্ত বৈজ্ঞানিক ধারণা সর্বপ্রথম দেন যিনি, তাঁর নাম-
(ক) আর্কিমিডিস (খ)
এরাটোসথেনিস (গ) হেবাটিয়াস (ঘ) পিথাগোরাস
১.৩ পৃথিবীর নিরক্ষীয়
ব্যাস হল-
(ক) 12757 কিমি (খ) 12758 কিমি (গ)
12759 কিমি (ঘ) 12760 কিমি
১৪ পৃথিবীর নিম্নতম
স্থান হল-\
(ক) পানামা খাল (খ)
সুদা খাত (গ) মারিয়ানা খাত (ঘ) প্রশান্ত মহাসাগরীয় খাত
১.৫ সৌরজগতের সবথেকে
বেশি ঘনত্বের গ্রহ হল-
(ক) বুধ (খ) শুক্র
(গ) পৃথিবী (ঘ) মঙ্গল
১.৬ পৃথিবীর
পরিধি প্রথম নির্ণয় করেন-
(ক) কোপারনিকাস (খ)
হেকেটিয়াস (গ) হেবাটিয়াস (ঘ) এরাটোসথেনিস
১.৭ পৃথিবীর কেন্দ্রাতিগ
এবং কেন্দ্রমুখী বলের সৃষ্টি হয় যে কারণে তা হল পৃথিবীর-
(ক) পরিক্রমণ গতি (খ)
আবর্তন গতি (গ) আবর্তন ও পরিক্রমণ গতি (ঘ) কোনোটিই নয়
১.৮ 1 স্টেডিয়ার অর্থ-
(ক) 180 মিটার (খ)
185 মিটার (গ) 190 মিটার (ঘ) 195 মিটার
১.৯ বেডফোর্ড লেভেল
পরীক্ষার দ্বারা প্রমাণ করা হয়-
(ক) পৃথিবীর আবর্তন গতি (খ) পৃথিবীর পরিক্রমণ গতি
(গ) পৃথিবীর সমতল আকৃতি (ঘ) পৃথিবীর গোলাকার আকৃতি
১.১০ আকাশ যেখানে ভূপৃষ্ঠের
সাথে মেশে বলে মনে হয়, তাকে বলে-
(ক) ছায়াপথ (খ) ছায়ারেখা
(গ) কক্ষপথ (ঘ) দিগন্তরেখা
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবো আমরা,
এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282; 7076398606
Website: www.gyanjyoti.info | You tube: Nil’s Niva
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।