পৃথি্বীর গতিসমূহ(M.C,Q)
১.১ বিভিন্ন গ্রহ, নক্ষত্র, জ্যোতিষ্কের আকার, আয়তন,
অবস্থান, গতিবেগ প্রভৃতি নিয়ে যে বিদ্যা আলোচনা করে, তাকে বলে-
(ক) ভূগোল (খ) জ্যোতির্বিজ্ঞান
(গ) জ্যোতিষ বিজ্ঞান (ঘ) ভাবনা বিজ্ঞান
১.২ পৃথিবীর গতি সম্পর্কে পৃথিবীকেন্দ্রিক মহাবিশ্বের
ধারণা প্রথম দেন-
(ক) টলেমি (খ) কেপলার (গ) কোপারনিকাস (ঘ) নিউটন
১.৩ সূর্যকেন্দ্রিক ধারণার প্রধান চিন্তক হলেন-
(ক) কোপারনিকাস (খ) প্লেটো (গ) থালে (ঘ) টলেমি
১.৪ কোটি বামন গ্রহ?
(ক) বুধ
(খ) শুক্র (গ) নেপচুন (ঘ) প্লুটো
১.৫ আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক হলেন-
(ক) আইজ্যাক
নিউটন (খ) অ্যারিস্টট্ল (গ) টলেমি (ঘ) কোপারনিকাস
১.৬ কোন্ শহরটির আবর্তন বেগ বেশি?
(ক)
চেন্নাই (খ) কলকাতা (গ) দিল্লি (ঘ) শ্রীনগর
১.৭ পৃথিবীর কক্ষপথের পরিধি হল-
(ক) 95 কোটি কিমি (খ) 96 কোটি কিমি
(গ) 99 কোটি কিমি (ঘ) 100 কোটি কিমি
১.৮ যেদিন পৃথিবীতে দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয়,
সেই দিনটি হল-
(ক) মহাবিষুব (খ) জলবিষুব (গ) অধিবর্ষ (ঘ)
বিষুব দিন
১.৯ পৃথিবী আবর্তন করে-
(ক) পশ্চিম থেকে পূর্বে (খ) পূর্ব থেকে পশ্চিমে (গ) উত্তর থেকে দক্ষিণে (ঘ)
দক্ষিণ থেকে উত্তরে
১.১০ অরোরা অস্ট্রালিস দেখা যায়-
(ক) উত্তর মেরুতে (খ) দক্ষিণ মেরুতে
(গ) কুমেরুবৃত্তে (ঘ) সুমেরুবৃত্তে
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবো আমরা,
এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282; 7076398606
Website: www.gyanjyoti.info | You tube: Nil’s Niva
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।