নবম শ্রেণী ভূগোল সত্তম অধ্যায়
ভারতের সম্পদ
১.
সম্পদের সংজ্ঞা প্রথম দেন-
(ক) ডেভিস (খ) উইলসন (গ) ওয়েবার (ঘ) জিমারম্যান
২.1992
সালে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়
(ক) রিও- ডি-জেনিরো শহরে (খ) স্টকহোম শহরে (গ) নিউইয়র্ক শহরে
(ঘ) মুম্বাই শহরে
৩. সম্পদের প্রকৃত জননী হল-
(ক) চাহিদা (খ) উদ্ভিদ (গ) মানুষের জ্ঞান (ঘ)
প্রকৃতি
৪. নিম্নলিখিত কোন্ বৈশিষ্ট্যটি সম্পদের ক্ষেত্রে সর্বাধিক প্রযোজ্য?
(ক) অবাধ (খ) কার্যকারিতা (গ) সুগমতা
(ঘ) সীমাবদ্ধতা
৫.
প্রকৃতির যেসকল বস্তু মানুষ এখনও ব্যবহার করতে শেখেনি সেগুলি হল-
(ক) গচ্ছিত সম্পদ (খ) পুনর্ভব সম্পদ
(গ) নিরপেক্ষ সামগ্রী
(ঘ) প্রবহমান সম্পদ
৬.
কোটি গচ্ছিত সম্পদ?
(ক) সমুদ্রের জল (খ) বায়ু (গ) সূর্যকিরণ
(ঘ) খনিজ তেল
৭.
অবাধ সম্পদের উদাহরণ হল-
(ক) কয়লা (খ) অভ্র (গ) পেট্রোলিয়াম (ঘ) সূর্যকিরণ\
৮.
বস্তুগত একটি সম্পদ হল-
(ক) জল (খ) শিক্ষা (গ) বিজ্ঞান (ঘ) জনসংখ্যা
৯. কোন্টি অফুরন্ত সম্পদ নয়?
(ক) কয়লা (খ) বায়ু (গ) সূর্যকিরণ (ঘ) সমুদ্রের জল
১০.
সম্পদের কার্যকারিতা বাড়ে-
(ক) জ্ঞান বাড়লে (খ) প্রকৃতি উন্নত হলে (গ) জনসংখ্যা
বাড়লে (ঘ) জনসংখ্যা কমলে
১১.
সবচেয়ে ঊর্ধ্বমানের লোহার আকরিক হল-
(ক) ম্যাগনেটাইট (খ) হেমাটাইট (গ) লিমোনাইট (ঘ) সিডেরাইট
১২.
ভারতে কয়লা সর্বাধিক ব্যবহৃত হয়-
(ক) লোহা ইস্পাত শিল্পে (খ) তাপবিদ্যুৎ কেন্দ্রে
(গ) শিল্পে জ্বালানি রূপে (ঘ) স্টিম ইঞ্জিন চালাতে
১৩.
কোন্ কয়লায় কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি?
(ক) অ্যানথ্রাসাইট (খ) বিটুমিনাস (গ) পিট (ঘ) লিগনাইট
১৪.
যে কয়লা থেকে কোক কয়লা প্রস্তুত করা হয় তা হল-
(ক) অ্যানথ্রাসাইট (খ) বিটুমিনাস (গ) লিগনাইট
(ঘ) পিট
১৫.
ভারতের বৃহত্তম তৈলখনিটি হল-
(ক) নাহারকাটিয়া (খ) ডিগবয় (গ) বোম্বে হাই (ঘ) আংক্লেশ্বর
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবো আমরা,
এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282; 7076398606
Website: www.gyanjyoti.info | You tube: Nil’s Niva
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।