Q. What was the importance of the treaty of Portsmouth?
§ পোর্টসমাউথের সন্ধি-চুক্তি:
রুশ-জাপান যুদ্ধে
জাপান রাশিয়াকে চূড়ান্তভাবে পরাস্ত করে। জল, স্থল সর্বত্রই রাশিয়া জাপানের হাতে
নিশ্চিতভাবে পরাজিত হয়। ১৯০৫ খ্রিস্টাব্দে গ্রীষ্মকালে পোর্টসমাউথের সন্ধি-চুক্তির
মাধ্যমে রুশ-জাপান যুদ্ধের অবসান ঘটে। জাপান যেহেতু জয়ী পক্ষ ছিল, তাই জাপান স্বাভাবিকভাবেই
চুক্তির শর্ত হিসাবে রাশিয়ার কাছে কতকগুলি দাবি পেশ করে।
দাবিগুলি ছিল : (১) কোরিয়াতে
জাপানের প্রাধান্য স্বীকার করে নিতে হবে। (২) দক্ষিণ মাঞ্চুরিয়াতে রাশিয়ার ইজারাধীন
অঞ্চল ও রুশ রেলপথ জাপানকে ছেড়ে দিতে হবে। (৩) দূরপ্রাচ্যে রাশিয়ার নৌশক্তি হ্রাস
করতে হবে। (৪) জাপানকে যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে। (৫) সাইবেরীয় উপকূলে জাপানি নাগরিকদের
মাছ ধরার অধিকার দিতে হবে। (৬) জাপানের হাতে রাশিয়াকে সাখালিন অঞ্চল ছেড়ে দিতে হবে।
রাশিয়া বেশকিছু দাবি মেনে নিলেও, অনেকগুলি দাবি মেনে নিল না। দূরপ্রাচ্যে নৌশক্তি
হ্রাস করতে, যুদ্ধের ক্ষতিপূরণ দিতে এবং সাখালিন ত্যাগ করতে রাশিয়া অস্বীকার করে।
ফলে এক অচলাবস্থা সৃষ্টি হয়। একটি সমাধানে পৌঁছানোর জন্য মধ্যস্থতা করতে এগিয়ে আসেন
মার্কিন প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট। রাশিয়া তখন প্রস্তাব দেয় যে, রাশিয়া জাপানকে
যুদ্ধের কোনো ক্ষতিপূরণ দেবে না, বিনিময়ে সাখালিনের অর্ধেক জাপানকে ছেড়ে দেবে এবং
জাপানের অন্যান্য দাবিও রাশিয়া মেনে নেবে। জাপান রুশ প্রস্তাবে সম্মতি জানায় এবং
অবশেষে ‘পোর্টসমাউথের সন্ধি-চুক্তি’ স্বাক্ষরিত হয় ।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।