আদর্শ বিচ্যুতি বা SD নির্ণয়ের সুবিধাগুলি আলোচনা করো।

Nil's Niva
0

 প্রশ্নঃ আদর্শ বিচ্যুতি বা SD নির্ণয়ের সুবিধাগুলি আলোচনা করো।

                     আদর্শ বিচ্যুতি নির্ণয়ের সুবিধা হল যে এটি বণ্টনের সকল মানের ওপর ভিত্তি করে নির্ণয় করা হয়। এটি সঠিকভাবে সংজ্ঞায়িত এবং মোটামুটি দ্রুততার সঙ্গে নির্ণয় করা যায়।  বিষমতার নিখুঁত ও নির্ভরযোগ্য পরিমাপের প্রয়োজন হয় এই পদ্ধতির সাহায্যে যা পরিমাপ করা হয়। আদর্শ বিচ্যুতির ওপর নির্ভরশীল এমন সব পরিসংখ্যান নির্ণয় করার প্রয়োজন হয় (যেমনসহগতির সহপরিবর্তন)।এই পদ্ধতির সাহায্যে আদর্শ বিচ্যুতি নির্নয় করা হয়।

                     বিষমতার সবচেয়ে নির্ভরযোগ্য পরিমাণ সবচেয়ে নিখুঁত এবং নির্ভরযোগ্য বিষমতার পরিমাপক হল আদর্শ বিচ্যুতি (SD)। নিম্নলিখিত কারণগুলির জন্য আদর্শ বিচ্যুতি বিষমতার আদর্শ পরিমাপক-

§  কোনো স্কোরগুচ্ছের প্রতিটি স্কোরের মানের ওপর নির্ভর করে আদর্শ বিচ্যুতি নির্ণয় করা হয়।

§  আদর্শ বিচ্যুতি স্কোরগুচ্ছের অভ্যন্তরীণ প্রকৃতি সম্পর্কে একটি সঠিক ধারণা দিতে সাহায্য করে।

§  গড় বিচ্যুতিতে পরমমানের সাহায্যে ঋণাত্মক চিহ্নকে অগ্রাহ্য করা হয়েছে। আদর্শ বিচ্যুতিতে বিচ্যুতির বর্গ নির্ণয়ের মাধ্যমে তা সংশোধন করা হয়েছে।

§  আদর্শ বিচ্যুতির মাধ্যমে শিক্ষামূলক অভীক্ষার সাধারণ পারদর্শিতার স্তর নির্ধারণ করা যায়। এ ছাড়া কোনো বণ্টনের ব্যাপক তাৎপর্য নির্ণয়েও আদর্শ বিচ্যুতি সাহায্য করে থাকে।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore