পাল যুগের চিত্রকলা সম্পর্কে আলোচনা করো।

Nil's Niva
0

 Q. Write a note on the ‘Painting’ in the Pala Period.

·     পাল যুগের চিত্রকলাঃ

                           বাংলার প্রাচীনতম ছবির নিদর্শন পাওয়া যায় পালরাজা প্রথম মহিপালদেবের শাসনকালের ষষ্ঠ বছরে। আনুমানিক ৯৮৩ খ্রিস্টাব্দে নালন্দা মহাবিহারে লেখা 'অষ্টসহস্রিকা প্রজ্ঞাপারমিতা' পুথির বারোটি রঙিন ছবি তালপাতার উপরে আঁকা হয়েছিল। তার আমলের আঁকা আরও দুটি পুথি এবং পালরাজাদের দীর্ঘ সাড়ে চারশো বছরের শাসনপর্বের বহু পুথিচিত্রের সন্ধান পাওয়া গেছে। এ ছাড়াও তাদের আমলে স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলার ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হয়। ধর্মপাল দক্ষিণবিহারের ওদন্তপুরী ও বিক্রমশীলা আর উত্তরবঙ্গের সোমপুর বিহারের সংস্থাপক ছিলেন। দেবপাল, প্রথম মহিপাল ছিলেন নালন্দা মহাবিহারের পৃষ্ঠপোষক, যেখানে তাঁদের সময়কালীন বহু প্রস্তর ও ধাতুর মূর্তির সন্ধান মিলেছে।    

                        ধর্মপাল ও দেবপালের সমসাময়িক ইতিহাসবিখ্যাত ভাস্কর তথা চিত্রশিল্পী ধীমান ও তার পুত্র বিটপাল পূর্বদেশীয় এবং মধ্যদেশীয় রীতিতে ছবি আঁকেন। পালযুগের পুথিচিত্রে গৌতম বুদ্ধের জীবনের প্রধান আটটি ঘটনার বিবরণ পাওয়া যায়। এ ছাড়াও এ যুগের চিত্রগুলির মধ্যে রয়েছে মহাযান বজ্রযানসম্মত দেবদেবীর প্রতিকৃতি, যার মধ্যে রয়েছেন প্রজ্ঞাপারমিতা, লোকনাথ, মৈত্রেয়, মহাকাল, বজ্রপাণি, বসুধারা প্রমুখ।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore