কোরান সম্পর্কে টীকা লেখো।

Nil's Niva
0

 প্রশ্নঃ টীকা লেখোঃ কোরাণ।

Ø কোরানঃ

                        কোরান শব্দ 'করয়ান' থেকে তৈরি, যার অর্থ হল পাঠ করা। তাই ইসলাম ধর্ম বিশ্বাসীরা লোকেরা প্রতিদিন কোরান পাঠ করেন। মনে করা হয় যে, কোরানে যা কিছু লেখা আছে তা আমার নির্দেশে জীব্রাইল নামক দেবদূত মহম্মদকে শুনিয়েছিলেন এবং মহম্মদ সকলের সামনে তাকেই কোরান হিসাবে পেশ করেন। কোরানের মোট ১১৪ অধ্যায়ের মধ্যে ৭০-এর সংগ্রহ মক্কা থেকে এবং শেষ ২৪টি মদিনায় করা হয়েছে। কোরানে সামাজিক আইন, ভালো খারাপ আচরণ, মুক্তি, মানবীয় কর্তব্য, আল্লা এবং তার দ্বারা পৃথিবী ও মানুষের সৃষ্টি ইত্যাদি নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়েছে।

§  কোরানে উল্লিখিত ইসলামের পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় হল :—

১. ইমান আন্না এবং হজরত মহম্মদ আল্লার প্রেরিত পুরুষ এই ধারণায় বিশ্বাস।

২) মক্কার দিকে মুখ করে দিনে পাঁচবার নামাজ পড়া ও শুক্রবারে সার্বজনীন নামাজে অংশ নেওয়া।

৩) রমজানের মাসে রোজা রাখা ও সূর্যাস্তের পরে ভোজন করা।

৪) মক্কা ও মদিনায় তীর্থযাত্রা করা।

৫) সঞ্চিত ধনের একটা অংশ প্রতি বছর গরীবদুঃখী মানুষকে দান করা।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

6295916282; 7076398606

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore