SEC History Short Question CBCS 3rd Semester

Nil's Niva
0

 



Gyan Jyoti Coaching Centre

North Bengal University

SEC History                                 By:Nitish Sir:7076398606/6295916282

Semester-3rd/5th                                                                                (প্রশ্ন মানঃ১)

 ১. প্লেটো জাদুঘর কোথায় অবস্থিত?

উঃ এথেন্সে।

২.হাজার দুয়ারী কোন ধরনের জাদুঘর?

উঃ ঐতিহাসিক সংগ্রহশালা/জদুধর।

৩. মাদাম তুসোর জাদুঘর কোথায় অবস্থিত?

উঃ লন্ডনে।

৪. সার্বোজনীন জাদুঘর বা বিশ্বকোষ জাদুঘর কাকে বলা হয়?

উঃ ব্রিটিশ মিউজিয়ামকে।

৫. “ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি” কোথায় অবস্থিত?

উঃ ওয়াশিংটনে।

৬. “ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি” কী ধরনের জাদুঘর?

উঃ প্রাকৃতিক জাদুঘর।

৭. দুটি জীবন্ত জাদুঘরের নাম লেখো।

উঃ (১)স্কানসেন মিউজিয়াম, (২)প্লিথম প্লানটেশন।

৮. ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯২১ খ্রিষ্টাব্দে।

৯. ভারতের সবচেয়ে বড় মিউজিয়াম কোনটি?

উঃ ন্যাশনাল মিউজিয়াম।

১০. ভারতের সবচেয়ে বড় মিউজিয়াম কোথায় অবস্থিত?

উঃ কোলকাতায়।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore