জিকে ইতিহাস (ভারতের স্বাধীনতা সংগ্রাম)
পর্বঃ২
১.বাংলায় চিরস্থায়ি বন্দোবস্ত কে প্রবর্তন
করেন?
উওরঃ লর্ড কর্নওয়ালিশ।(১৭৯৩খ্রিঃ ২২ মার্চ)।
২.পাইক বিদ্রোহের অপর নাম কী?
উওরঃ খুরদার বিদ্রোহ।
৩. “দামিন-ই-কোহ” কথার অর্থ কী?
উওরঃ পাহাড়ের প্রান্তদেশ।
৪. “ওয়াহাবি” শব্দের অর্থ কী?
উওরঃ নবজাগরন।
৫. “পোর্টফোলিও ব্যবস্থা” ভারতে প্রথম কে চালু
করেন?
উওরঃ লর্ড ক্যানিং।
৬.সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ কে ছিলেন?
উওরঃ মঙ্গল পান্ডে।
৭.অযোধ্যায় মহাবিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন?
উওরঃ বেগম হজরত মহল।
৮.বিহারে সিপাহি বিদ্রোহে নেতৃত্ব কে দিয়েছিলেন?
উওরঃ কুনওয়ার সিং।
৯.আসামে সিপাহি বিদ্রোহে নেতৃত্ব কে দিয়েছিলেন?
উওরঃ মনিরাম দেওয়ান।
১০.কানপুরে সিপাহি বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন?
উওরঃ নানা সাহেব।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।