Q. Do you think that Firoz Shah Tughluq
was the Akbar of his Age?
ফিরোজ শাহ তুঘলক কি তাঁর যুগের আকবর ছিলেন?
ফিরোজ শাহ তুঘলককে "সুলতানি যুগের
আকবর" বলা একেবারেই যুক্তিযুক্ত নয়। কিছু ঐতিহাসিক জনকল্যাণমূলক কাজের নিরিখে
এই তুলনা করলেও, উভয়ের মৌলিক নীতি ও আদর্শের মধ্যে বিশাল পার্থক্য ছিল। কিছু জনকল্যাণমূলক
কাজের জন্য এই তুলনা টানা হয়। যেমন- ফিরোজ শাহ বহু নগর (জৌনপুর, ফিরোজাবাদ), দুর্গ,
মসজিদ, বাঁধ এবং হাসপাতাল (দার-উল-শাফা) নির্মাণ করেন। তিনি কৃষির উন্নতির জন্য অনেক
খাল খনন করান। তিনি 'দিওয়ান-ই-খয়রাত' (দাতব্য) এবং 'দিওয়ান-ই-বান্দাগান' (দাস) নামে
নতুন দপ্তর খোলেন।
আকবরের মূল ভিত্তি ছিল ধর্মীয় উদারতা ও
'সুলহ-ই-কুল' (সকলের প্রতি শান্তি)। অন্যদিকে, ফিরোজ শাহ তুঘলক ছিলেন একজন গোঁড়া সুন্নি
মুসলিম। তিনি উলেমাদের সন্তুষ্ট করতে রাষ্ট্র পরিচালনা করতেন। তিনিই প্রথম সুলতান যিনি
ব্রাহ্মণদের উপরও 'জিজিয়া' কর আরোপ করেন এবং শিয়া ও অন্যান্য ধর্মাবলম্বীদের উপর
নিপীড়ন চালান। জনকল্যাণে মিল থাকলেও, ধর্মীয় গোঁড়ামি এবং প্রশাসনিক দুর্বলতার বিচারে
ফিরোজ শাহ ছিলেন আকবরের সম্পূর্ণ বিপরীত।
জ্ঞ্যানজ্যোতি
কোচিং সেন্টার
তোমাদের
উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282; 7076398606
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

