Q. Who was the Khaljis?
খলজি কারা ছিলেন?
খলজিরা ছিলেন দিল্লি সুলতানির দ্বিতীয়
রাজবংশের শাসক (১২৯০-১৩২০ খ্রিঃ)। খলজিদের উৎপত্তি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে।
তবে মনে করা হয়, তাঁরা ছিলেন তুর্কি বংশোদ্ভূত, যাঁরা বহু আগেই আফগানিস্তানের 'খলজ'
অঞ্চলে বসতি স্থাপন করায় তুর্কি অভিজাতদের থেকে কিছুটা পৃথক হয়ে গিয়েছিলেন এবং অনেকে
তাঁদের আফগান বলে মনে করত।
খলজিরা মামলুক বংশের অধীনে সেনাপতি হিসেবে
কাজ করতেন। ১২৯০ খ্রিস্টাব্দে, জালালউদ্দিন ফিরোজ খলজি শেষ দুর্বল মামলুক সুলতান কায়কোবাদ
ও কায়ুমার্সকে হত্যা করে সিংহাসন দখল করেন। এই ঘটনাকে "খলজি বিপ্লব" বলা
হয়, কারণ এটি দিল্লিতে তথাকথিত 'ইলবারি তুর্কি' অভিজাতদের একচেটিয়া শাসনের অবসান
ঘটায়। এটি প্রমাণ করে যে, সুলতানি শাসনের ভিত্তি বংশমর্যাদা নয়, বরং সামরিক শক্তি
ও যোগ্যতা।
এই বংশের শ্রেষ্ঠ এবং সবচেয়ে বিখ্যাত সুলতান
ছিলেন আলাউদ্দিন খলজি, যিনি সাম্রাজ্যবাদ (দক্ষিণ ভারত জয়) এবং যুগান্তকারী অর্থনৈতিক
ও সামরিক সংস্কারের জন্য পরিচিত।
জ্ঞ্যানজ্যোতি
কোচিং সেন্টার
তোমাদের
উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282; 7076398606
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

