Q. Write a short note on the Dravida
Styles of Temple architecture.
§ দ্রাবিড় শিল্পরীতি:
দক্ষিণ
ভারতে, বিশেষত তামিলনাড়ু অঞ্চলে, যে বিশেষ মন্দির স্থাপত্যরীতি গড়ে উঠেছিল, তাকে
দ্রাবিড় শৈলী বলা হয়। পল্লব, চোল, পাণ্ড্য এবং বিজয়নগর সাম্রাজ্যের রাজাদের পৃষ্ঠপোষকতায়
এই শৈলী চরম উৎকর্ষ লাভ করে।
§ বৈশিষ্ট্য:
1.মূল
গর্ভগৃহের উপর অবস্থিত পিরামিড আকৃতির বিশাল ও বহু তল (তলা) বিশিষ্ট চূড়াকে 'বিমান'
বলা হয়। এটিই দ্রাবিড় মন্দিরের প্রধান আকর্ষণ।
2.মন্দিরের
চত্বরের চারপাশে উঁচু প্রাচীর থাকে এবং সেই প্রাচীরের প্রবেশপথে বিশাল, সুউচ্চ এবং
একাধিক তলবিশিষ্ট তোরণদ্বার থাকে, যাকে 'গোপুরম' বলে। চোলদের পরবর্তীকালে গোপুরমের
উচ্চতা মূল বিমানের চেয়েও বেশি হতে শুরু করে।
3.গর্ভগৃহের
সামনে অবস্থিত স্তম্ভযুক্ত বিশাল হলঘরকে 'মণ্ডপ' বলা হয়, যেখানে ভক্তরা সমবেত হতেন।
4.মন্দির
প্রাঙ্গণের ভেতরে একটি বড় জলাশয় বা পুষ্করিণী থাকা এই রীতির অন্যতম বৈশিষ্ট্য।
কাঞ্চির
কৈলাসনাথ মন্দির (পল্লব), তাঞ্জোরের বৃহদীশ্বর মন্দির (চোল) এবং মাদুরাইয়ের মীনাক্ষী
মন্দির (নায়ক) এই শৈলীর উজ্জ্বল উদাহরণ।
জ্ঞ্যানজ্যোতি
কোচিং সেন্টার
তোমাদের
উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282; 7076398606
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

