হলুদ পোঁড়া গল্পের প্রশ্ন ||উচ্চমাধ্যমিক বাংলা||Suggestion 2026

Nil's Niva
0

গল্প-১

হলুদ পোঁড়া-মানিক বন্দ্যোপাধ্যায়

১. "...গাঁ-সুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল।" -গ্রামের লোকদের এই অপ্রস্তুত হওয়ার কারণ কাহিনি অবলম্বনে আলোচনা করো।*

২. "...নানাজনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুষড়ে যায় -যে ঘটনার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে তা আলোচনা করো।

৩. "দামিনী আওয়াজ করতে লাগলো সেই রকম।" -দামিনী কে ছিল? ঘটনাটি উল্লেখ করো।

৪. "আমি তো পাস করা ডাক্তার নই....।" -মন্তব্যটির প্রসঙ্গ নির্দেশ করো। বক্তা সম্পর্কে কাহিনি থেকে যা জানা যায় নিজের ভাষায় লেখো।

৫. "...তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথায় সায় দিল।" -বুড়ো ঘোষাল কে ছিল? তার কথার যে নানারকম প্রতিক্রিয়া হয়েছিল নিজের ভাষায় লেখো।*

৬. "কুন্তু মাঝির সাথে তো চালাকি চলবে না। -কোন্ প্রসঙ্গে বক্তা এ কথা বলেছে? নিজের বক্তব্যের সমর্থনে কুঞ্জ যা যা করেছিল তার বর্ণনা দাও।

৭. "... শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল-ভরা পরম উপভোগ্য শিহরণ।" -যে ঘটনার পরিপ্রেক্ষিতে লেখক এ কথা বলেছেন নিজের ভাষায় লেখো।

৮. "দামিনীর মুখ দিয়ে এছাড়া আর কোন জবাব বার হল না..." -দামিনীর মুখ দিয়ে কোন্ জবাব বের হয়েছিল? ঘটনাটি উল্লেখ করো।

৯. "ব্যাখাটা দেওয়া উচিত ছিল কুন্তু গুণীর। -কোন্ প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? কুঞ্জ কী কথা বলেছিল?

১০. "একমাত্র এই ভাবনা তাকে অন্যমনস্ক করে দেয়। কার কথা বলা হয়েছে? যে পরিপ্রেক্ষিতে তার এই মানসিক অবস্থা তা নিজের ভাষায় লেখো।*

১১. "সে যেন বাইরের কোনো বিশিষ্ট অভ্যাগত...।" -কে, কার সম্পর্কে এ কথা ভেবেছে? তার যে মনোভাবের প্রকাশ এখানে ঘটেছে আলোচনা করো।

১২. "...অথবা এমন ঝাঁকি লেগে তার চিন্তা ও অনুভূতি বদলে যায়।" কার সম্পর্কে এ কথা বলা হয়েছে? এর কী নিদর্শন গল্পে পাওয়া গিয়েছে?

১৩. "মানুষের মত কি যেন একটা নড়াচড়া করছে। -কে কোথায় দৃশ্যটি দেখেছিল? প্রকৃত ঘটনাটি কী ছিল?

১৪. ধীরেনের বাড়িতে শুভ্রার মৃত্যুকে কেন্দ্র করে যা যা প্রতিক্রিয়া হয়েছিল নিজের ভাষায় লেখো।

১৫. "আর দেরি না করে এখুনি শুভ্রাকে সুযোগ দেওয়া উচিত।" -কার, কখন এ কথা মনে হয়েছিল? এজন্য তাকে কী করতে দেখা গিয়েছিল?*

১৬. "শান্তির আর এতটুকু সন্দেহ রইল না। -কোন্ বিষয়ে সন্দেহ ছিল না? এর প্রতিক্রিয়া কী ঘটেছিল?

১৭. 'হলুদ পোড়া' গল্পে ধীরেন চরিত্রের যে রূপান্তর লক্ষ করা যায় তা আলোচনা করো।

অথবা, মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘হলুদ পোড়া’ গল্প অবলম্বনে ধীরেন চরিত্রটি পর্যালোচনা করো।

১৮. 'হলুদ পোড়া' গল্পের কুঞ্জ চরিত্রটি বিশ্লেষণ করে দেখাও।

অথবা, মানিক বন্দ্যেপাধ্যায়ের ‘হলুদ পোড়া গল্প অবলম্বনে গুনিন কুঞ্ঝ ওঝার চরিত্রটি বিশ্লেষণ করো।

১৯." 'হলুদ পোড়া' একটি সংস্কারাচ্ছন্ন পল্লীসমাজের ভৌতিক বিশ্বাসের গল্প।"-'হলুদ পোড়া' গল্প অবলম্বনে মন্তব্যটি বিশ্লেষণ করো।

অথবা, ‘হলুদ পোড়া’ গল্পে লেখক যে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছেন-তা তোমার নিজের ভাষায় লেখো। *

অথবা, “হলুদ পোড়া” গল্পের মধ্যে ভৌতিক কী কী বৈশিষ্ট্য পাওয়া যায় তা আলোচনা করো।

২০. "'হলুদ পোড়া'-সংস্কারের আবর্তে মনসত্ত্বের জয়ধ্বজা। -কাহিনি বিশ্লেষণ করে মন্তব্যটির যথার্থতা আলোচনা করো।

২১.ছোটগল্প হিসাবে ‘হলুদ পোড়া’ গল্পটি কতদূর সার্থক তা নিজের ভাষায় আলোচনা করো।*  

অথবা,মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘হলুদ পোড়া’ ছোটগল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো।

২২. "সে-বছর কার্তিক মাসের মাঝামাঝি তিন দিন আগে-পরে গাঁয়ে দু'দুটো খুন হয়ে গেল।"-কোন্ দুজন, কীভাবে খুন হয়েছিল? তাদের দুজনের খুন নিয়ে এলাকাবাসীদের প্রতিক্রিয়া সংক্ষেপে বিবৃত করো।

অথবা, "চারিদিকে হৈচৈ পড়ে গেল'- কোন্ ঘটনার পরিপ্রেক্ষিতে চারিদিকে হইচই পড়ে যায়?

অথবা, চারিদিকে হৈ চৈ পড়ে গেল-প্রসঙ্গ উল্লেখ করে চারিদিকে হইচই পড়ে যাওয়ার কারণ গল্প অনুসরণে লেখো।

অথবা, “সে বছর কার্তিক মাসের মাঝামাঝি তিন দিন আগে পরে গাঁয়ে দুদুটো খুন হয়ে গেল।- কারা খুন হল? কীভাবে তাদের মৃত্যু ঘটেছিল?

২৩. "ধীরেন আর্তনাদ করে উঠল"-ধীরেনের আর্তনাদের কারণ কী? এই আর্তনাদের মধ্য দিয়ে ধীরেনের কীরূপ মানসিকতা ফুটে উঠেছে।

২৪. মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘হলুদ পোড়া গল্পে প্রকৃতির যে চিত্ররূপময়তা রয়েছে, তা বর্ণনা করো।

২৫. হলুদ পোড়া গল্পে গ্রামবাংলার সমাজচিত্র কীভাবে ফুটে উঠেছে, তা আলোচনা করো।

অথবা, “একটুখানি বাস্তব সত্যের, খাদের অভাবে নানা জনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুষড়ে যায়।- এই বক্তব্য থেকে গ্রাম সমাজের কোন্ জীবনসত্যের প্রকাশ ঘটেছে, বুঝিয়ে দাও।

২৬.হলুদ পোড়া গল্প অবলম্বনে নবীন চরিত্রটির পরিচয় দাও।

২৭. হলুদ পোড়া গল্প অবলম্বনে শান্তি চরিত্রটির পরিচয় দাও।  

২৮. “শা পুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার। – কৈলাস ডাক্তারকে ডাকার প্রয়োজন পড়েছিল কেন?

২৯.দামিনীর রোগ নিরাময়কে কেন্দ্র করে দুই বাল্যবন্ধু ধীরেন ও নবীনের মধ্যে যে মতপার্থক্য দেখা গিয়েছিল, তা গল্প অনুসরণে লেখো।  

৩০. “আমায় মেরো না।- কে, কখন এমন আর্তি প্রকাশ করেছিল? তার এমন আর্তির কারণ কী?

অথবা, “আমায় মেরো না।-প্রসঙ্গ উল্লেখ করো।বক্তার এরূপ করুন আর্তির কারণ আলোচনা করো।

৩১. “ব্যাপার বুঝলেন কর্তা-কে, কাকে উদ্দেশ্য করে একথা বলেছে? ব্যাপারটা কী বোঝা গিয়েছিল?  

৩২. “দামিনী নিজে থেকেই ফিস ফিস করে জানিয়ে দিল…”- দামিনী কী জানিয়ে দেয়? এই জানানোর ফল কী হয়?

৩৩. “বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল।- বুড়ো ঘোষাল কী ব্যাখ্যা দিয়েছিলেন? সেই ব্যাখ্যার ফল কী হয়েছিল? অথবা, “ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জ গুণীর।- কোন্ ব্যাখ্যার কথা বলা হয়েছে? সেটা কুঞ্জ গুণীর দেওয়া উচিত ছিল কেন?

৩৪. “এক রাত্রে অনেক কান ঘুরে পরদিন সকালে এই কথাগুলি ধীরেনের কানে গেল।- কোন্ কথাগুলি ধীরেনের কানে গেল? কথাগুলি শোনার পর ধীরেনের মধ্যে কী কী প্রতিক্রিয়া দেখা গেল?  

৩৫. “আমায় কিছু বলবে না। খপর্দার”– কে, কাকে, কেন একথা বলেছে?

৩৬. “নিজেকে জীবন্ত ব্যঙ্গের মত মনে হচ্ছিল।- উদ্ধৃত উক্তিটির আলোকে ধীরেনের চরিত্রটি বিশ্লেষণ করো।

৩৭. স্কুলের সেক্রেটারি মথুরবাবুর বাড়ি যেতে ধীরেন কুণ্ঠাবোধ করছিল কেন?

৩৮. ধীরেনের স্ত্রী শান্তি অশরীরী আত্মার থেকে নিজের পরিবারকে রক্ষা করতে কী কী সতর্কতা অবলম্বন করেছিল, তা গল্প অনুসরণে লেখো।  

৩৯. “দাওয়াটি যেন স্টেজ”, -কোন্‌ দাওয়ার কথা বলা হয়েছে?দাওয়াটিকে লেখক স্টেজের সাথে তুলনা করেছেন কেন তা ঘটনাক্রম অবলম্বনে বর্ণনা করো।

৪০. “আমি বলাই চক্রবর্তী।শুভ্রাকে আমি খুন করেছি”। -স্বীকারোক্তিটির মধ্য দিয়ে কোন্‌ সত্য প্রতিষ্ঠিত হয়েছে তা আলোচনা করো।

৪১. “বলাই খুড়ো আমায় খুন করেছে”-বলাই খুড়োর পরিচয় দাও। গল্প ঘটনায় তার প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো।

৪২. “ওসব দুর্বুদ্ধি করো না নবীন” -কে নবীনকে দুর্বুদ্ধি করতে নিষেধ করেছে? তার এমন নিষেধের কারণ কি? 

৪৩. “আমায় মেরো না” -এই আর্তি কার? তার এরূপ আর্তির কারণ কী তা আলোচনা করো।

৪৪. “কুঞ্জ অন্য একটি প্রকৃয়ার আয়োজন করেছিল”- কুঞ্জ কেন অন্য একটি প্রকৃয়ার আয়োজন করেছিল? এই আয়োজন সম্ভব হল না কেন? 

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore