VAC ENVS Mock Test
NBU
পরিবেশবিদ্যা: পরিবেশদূষণ
পূর্ণমান: ২০ সময়: ২০ মিনিট
১. বায়ুমণ্ডলে সর্বাধিক কোন্ গ্যাসীয় উপাদানটির আধিক্য
রয়েছে? [a] অক্সিজেন [b] কার্বন ডাইঅক্সাইড [c] আর্গন [d] নাইট্রোজেন।
২. আগ্রার তাজমহল কোন্ দূষণের কারণে বর্তমানে ক্ষতিগ্রস্ত
হচ্ছে? [a] শব্দদূষণ [b] বায়ুদূষণ [c] জল দূষণ [d] কোনোটিই নয়।
৩. পৃথিবীর সবচেয়ে দূষিত নদী কোনটি? [a] যমুনা [b] গোদাবরী
[c] গঙ্গা [d] কাবেরী।
৪. বায়ুদূষণের কারণে কোন সমস্যাটির সৃষ্টি হয়? [a] শ্বাসকষ্টজনিত
সমস্যা [b] মৃত্তিকা ক্ষয় [c] জলের অভাব [d] ভূমি বসে যাওয়া।
৫. নিম্নোক্ত কোনটি প্রধান গ্রিনহাউস গ্যাস? [a] নাইট্রোজেন
[b] অক্সিজেন [c] কার্বন ডাইঅক্সাইড [d] আর্গন।
৬. বায়ুমণ্ডলে স্থিত নাইট্রোজেনের পরিমাণ কত? [a]
21% [b] 78% [c] 50% [d] 90%।
৭. নিম্নোক্ত কোন্ কারণটি দূষণ ঘটিয়ে থাকে? [a] অরণ্য
ধ্বংস [b] অরণ্য সৃষ্টি [c] a ও b উভয়ই [d] কোনোটিই নয়।
৮. CNG হল একটি- [a] পরিবেশবান্ধব জ্বালানি [b] পরিবেশদূষক
জ্বালানি [c] ক্ষতিকারক জ্বালানি [d] কোনোটিই নয়।
৯. জলদূষণ নিম্নলিখিত কোন্ কারণের জন্য দায়ী? [a] জলে
শিল্প বর্জ্য নিক্ষেপ [b] জলে খনিজ তেলের মিশ্রণ [c] a ও b উভয়ই [d] কোনোটিই নয়।
১০. ক্লোরোফ্লুরো কার্বন কোন্ ক্ষেত্রে ব্যবহৃত হয়?
[a] এয়ার কন্ডিশনার [b] রেফ্রিজারেটর [c] পারফিউম [d] সব ক-টি।
১১. জ্বালানি কাঠের অসম্পূর্ণ দহনের ফলে কোন্ দূষক উৎপন্ন
হয়? [a] সালফার ডাইঅক্সাইড [b] নাইট্রোজেন ডাইঅক্সাইড [c] নাইট্রেট [d] কার্বন মনোক্সাইড।
১২. এক্সরে ফিলম্ নিম্নোক্ত কোন্ গ্যাসটির উৎপাদক?
[a] কার্বন ডাইঅক্সাইড [b] নাইট্রোজেন ডাইঅক্সাইড [c] সালফার ডাইঅক্সাইড [d] অক্সিজেন।
১৩. ফ্লাই অ্যাশ-এর সর্বাধিক পরিমাণ কত? [a] 1 pum
[b] 100 pm [c] 1000 m [d] 10 pm।
১৪. নিম্নলিখিত গুলির মধ্যে কোটি গৌণ দূষক? [a] PAN
(Peroxy Acetyl Nitrate) [b] SPM [c]SO2 [d]NO2 ।
১৫. কৃষিজমিতে DDT প্রয়োগের ফলে কী ধরনের দূষণ হয়?
[a] জল [b] বায়ু, মাটি, জল [c] বায়ু [d] কোনোটিই নয়।
১৬. বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের শতকরা পরিমাণ কত?
[a] 3.5% [b] 0.36% [c] 0.0036% [d] 0.03%।
১৭. বায়ুমণ্ডলে ওজোনস্তরের ধ্বংসের প্রধান কারণ কী?
[a]SO2 [b] ধোঁয়াশা [c]CO2 [d] CFC।
১৮. জীবাশ্ম জ্বালানি দহনের ফলে উৎপন্ন কোন্ গ্যাস পরিবেশ
দূষণ ঘটায়? [a] নাইট্রোজেন ডাইঅক্সাইড [b] নাইট্রাস অক্সাইড [c] সালফার ডাইঅক্সাইড
[d] নাইট্রোজেন অক্সাইড।
১৯. গাড়ির ধোঁয়া থেকে নির্গত দূষক পদার্থটি কী? [a] সিসা
[b] ক্যাডমিয়াম [c] পারদ [d] তামা।
২০. নিম্নলিখিত কোন গ্যাসটি বায়ুমণ্ডলের দূষণ ঘটায় না?
[a] কার্বন ডাইঅক্সাইড [b] হাইড্রোজেন [c] সালফার ডাইঅক্সাইড [d] কার্বন মনোক্সাইড
(CO)।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা,
এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282; 7076398606
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।