প্রাতিষ্ঠানিক সম্ভাষণ বলতে কী বোঝো? তোমার কলেজের
অধ্যক্ষর সঙ্গে কথা বলতে গেলে কীভাবে সম্ভাষণ করবে?
§ প্রাতিষ্ঠানিক সম্ভাষণঃ
প্রাতিষ্ঠানিক সম্ভাষণ হলো কোনো সংস্থা,
প্রতিষ্ঠান বা দপ্তরের মধ্যে অথবা অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ
স্থাপনের সময় আদব-কায়দা ও দাপ্তরের রীতিনীতি মেনে যে ভদ্রোচিত সম্বোধন বা স্বাগতম জানানো
হয়। এর মূল লক্ষ্য হলো পেশাদারিত্ব বজায় রাখা এবং সংশ্লিষ্ট ব্যক্তির পদমর্যাদা বা
কর্তৃত্বকে সম্মান জানানো। উদাহরণস্বরূপ, "মাননীয় সভাপতি মহোদয়" বা
"মহাশয়/মহোদয়া" বলে সম্বোধন করা।
কলেজের অধ্যক্ষর সঙ্গে কথা বলতে গেলে যেভাবে
সম্ভাষণ করতে হবে- লিখিত পত্র/আবেদন পত্রের ক্ষেত্রে: মাননীয় অধ্যক্ষ মহাশয়,
/ শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়; সাক্ষাৎকার/সরাসরি কথার ক্ষেত্রে: নমস্কার, / গুড মর্নিং,
স্যার, / শ্রদ্ধেয় স্যার; ভাষণ/অনুষ্ঠান মঞ্চে: পূজনীয়/শ্রদ্ধেয় অধ্যক্ষ।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।