VAC Understanding India Mock Test
NBU
ভারতীয় অর্থনীতি: মিশ্র অর্থনীতি,
পরিকল্পনা কমিশন ও উদারীকরণ (১৯৯১)
পূর্ণমান: ২০ সময়: ২০ মিনিট
১. ভারতের অর্থনীতি
কী ধরনের? (A) পুঁজিবাদী (B) সমাজতান্ত্রিক (C) মিশ্র (D) কোনোটিই নয় ।
২. মিশ্র অর্থনীতি
বলতে কী বোঝায়? (A) শুধুমাত্র বেসরকারি উদ্যোগের সহাবস্থান (B) সরকারি ও বেসরকারি
উদ্যোগের সহাবস্থান (C) শুধুমাত্র সরকারি উদ্যোগের সহাবস্থান (D) বিদেশি ও দেশি শিল্পের
সহাবস্থান।
৩. মিশ্র অর্থনীতির
প্রধান বৈশিষ্ট্য কী? (A) শুধুমাত্র ব্যক্তিগত মালিকানা (B) শুধুমাত্র রাষ্ট্রীয় মালিকানা
(C) ব্যক্তিগত ও রাষ্ট্রীয় মালিকানার সহাবস্থান (D) মুক্ত বাজার ।
৪. ভারতের মিশ্র অর্থনীতির
কাঠামোতে কোনটির গুরুত্ব বেশি ছিল? (A) সরকারি ক্ষেত্র (B) বেসরকারি ক্ষেত্র (C)
সমবায় ক্ষেত্র (D) বিদেশি বিনিয়োগ ।
৫. ভারতের অর্থনীতির
মিশ্র প্রকৃতি গ্রহণের মূল কারণ কী ছিল? (A) দ্রুত বেসরকারীকরণ (B) শুধুমাত্র বাজারের
উপর নির্ভরতা (C) সামাজিক ন্যায়বিচার সহ দ্রুত অর্থনৈতিক উন্নয়ন (D) সামরিক শক্তি বৃদ্ধি।
৬. কোন্ অর্থনীতিবিদ
মিশ্র অর্থনীতির ধারণাকে সমর্থন করেছিলেন? (A) অ্যাডাম স্মিথ (B) কার্ল মার্কস (C) জন
মেনার্ড কেনস (D) মিলটন ফ্রিডম্যান ।
৭. ভারতের পরিকল্পনা
কমিশন কত সালে গঠিত হয়? (A) ১৯৪৮ (B) ১৯৫০ (C) ১৯৫১ (D) ১৯৫২ ।
৮. পরিকল্পনা কমিশনের
চেয়ারম্যান কে ছিলেন? (A) প্রধানমন্ত্রী (B) রাষ্ট্রপতি (C) অর্থমন্ত্রী (D) উপরাষ্ট্রপতি
।
৯. পরিকল্পনা কমিশন
কোন্ ধরনের সংস্থা ছিল? (A) সাংবিধানিক সংস্থা (B) সংবিধিবদ্ধ সংস্থা (C) অ-সাংবিধানিক
ও উপদেষ্টা সংস্থা (D) আন্তর্জাতিক সংস্থা ।
১০. ভারতের প্রথম পঞ্চবার্ষিকী
পরিকল্পনা কবে শুরু হয়? (A) ১৯৫১ (B) ১৯৫৬ (C) ১৯৬১ (D) ১৯৬৬ ।
১১. কোন স্লোগানটি
পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় (১৯৭৪-৭৯) দেওয়া হয়েছিল? (A) স্বনির্ভরতা (B)
দ্রুত শিল্পায়ন (C) গরিবি ইঁটাও (D) মানবসম্পদ উন্নয়ন ।
১২. পরিকল্পনা কমিশনকে
বাতিল করে কোন্ নতুন সংস্থা গঠন করা হয়? (A) নীতি আয়োগ (B) অর্থ কমিশন (C) অর্থনৈতিক
উপদেষ্টা পরিষদ (D) জাতীয় নিরাপত্তা পরিষদ ।
১৩. নীতি (NITI) আয়োগের
পুরো নাম কী? (A) National Institution for Transforming India (B) New
India Transformation Initiative (C) National Institute for Technical Innovation
(D) Nodal Institute for Trade and Industry ।
১৪. ভারতে পঞ্চবার্ষিকী
পরিকল্পনার ধারণা কোন্ দেশ থেকে গৃহীত? (A) মার্কিন যুক্তরাষ্ট্র (B) সোভিয়েত রাশিয়া
(USSR) (C) ব্রিটেন (D) জার্মানি ।
১৫. ভারতে অর্থনৈতিক
উদারীকরণ নীতি কবে চালু হয়? (A) ১৯৯১ (B) ১৯৮৫ (C) ১৯৯৫ (D) ২০০১ ।
১৬. অর্থনৈতিক সংস্কারের
সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? (A) অটল বিহারী বাজপেয়ী (B) পি. ভি. নরসিমা
রাও (C) মনমোহন সিংহ (D) রাজীব গান্ধী ।
১৭. ১৯৯১ সালের অর্থনৈতিক
সংস্কারের প্রধান তিনটি উপাদান কী ছিল? (A) অর্থ, নিরাপত্তা, বাণিজ্য (B) উদারীকরণ,
বেসরকারীকরণ, বিশ্বায়ন (LPG) (C) কর, শুল্ক, ভর্তুকি (D) কৃষি, শিল্প, পরিষেবা ।
১৮. উদারীকরণ
(Liberalization) বলতে কী বোঝায়? (A) সরকারি মালিকানা বৃদ্ধি (B) অর্থনীতিতে
সরকারি নিয়ন্ত্রণ হ্রাস ও ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা বৃদ্ধি (C) শুধু বিশ্ব বাণিজ্য
বৃদ্ধি (D) শুল্ক বৃদ্ধি ।
১৯. বেসরকারীকরণ
(Privatization) বলতে কী বোঝায়? (A) শুধুমাত্র বেসরকারি সংস্থার জাতীয়করণ (B)
সরকারি মালিকানাধীন শিল্পগুলিকে বেসরকারি খাতে হস্তান্তর (C) সরকারি শিল্পে শুধু বিদেশি
বিনিয়োগ (D) সরকারের আকার ছোট করা ।
২০. ১৯৯১ সালের সংস্কারের
আগে ভারতের অর্থনীতির বৃদ্ধির হারকে কী বলে উপহাস করা হতো? (A) হিন্দু বৃদ্ধিহার
(Hindu Rate of Growth) (B) সমাজতান্ত্রিক বৃদ্ধিহার (C) বাজার বৃদ্ধিহার (D) আধুনিক
বৃদ্ধিহার ।
জ্ঞ্যানজ্যোতি
কোচিং সেন্টার
তোমাদের
উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282;
7076398606
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।