কথপোকথনের জন্য ব্যবহৃত দুটি সূত্রের উল্লেখ করো।
কথোপকথন বা সংলাপের জন্য ব্যবহৃত দুটি সাধারণ
সূত্র হলো সরাসরি উক্তি (সংলাপের মধ্যে বক্তার উদ্ধৃতি) এবং পরোক্ষ উক্তি (কথোপকথনের
মূল বিষয়বস্তুকে অন্যভাবে বর্ণনা করা)।
§ কথোপকথনের দুটি সূত্রঃ
১. বক্তার বলা কথাগুলো যেমন আছে তেমনভাবে উদ্ধৃতি চিহ্নের
মধ্যে উপস্থাপন করা হয়।
২. বক্তার কথাকে নিজের ভাষায় পরিবর্তন করে উপস্থাপন করা
হয়।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।