সাধারণ ও অর্থ বিলের মধ্যে পার্থক্য আলোচনা করো।

Nil's Niva
0

সাধারণ ও অর্থ বিলের মধ্যে পার্থক্য আলোচনা করো।     

সাধারণ বিল অর্থ বিষয় ব্যতীত যে-কোনো বিষয়ের সঙ্গে সম্পর্কিত। অপরদিকে অনেকের ধারণা কোনো বিলে অর্থ সংক্রান্ত বিষয়ের উল্লেখ থাকলেই তা অর্থবিল হিসেবে গণ্য হবে। কিন্তু এরূপ ধারণা ঠিক নয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে-কোনো বিলে শুধুমাত্র জরিমানা বা আর্থিক শাস্তির বিধান দেওয়া হয় অথবা সেবামূলক কার্যের জন্য ফি দাবি করা হয়, স্থানীয় কোনো কর্তৃপক্ষ বা সংস্থাকে যদি স্থানীয় উদ্দেশ্যে কর ধার্যের বা পরিবর্তনের অধিকার দেওয়া হয় তবে তা অর্থবিল হিসেবে গণ্য হবে না। কোনো বিল অর্থবিল কিনা সে-সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার লোকসভার অধ্যক্ষের।

Ø  সাধারণ বিল ও অর্থবিলের মধ্যে পার্থক্য:

সাধারণ বিল ও অর্থবিলের মধ্যে কতকগুলি পার্থক্য লক্ষ করা যায়। সাধারণ বিল ও অর্থবিলের মধ্যে পার্থক্যগুলি হল-

সাধারণ বিল ভারতের কেন্দ্রীয় আইনসভা বা সংসদের যে-কোনো কক্ষে উত্থাপন করা যেতে পারে। অপরদিকে, অর্থবিল শুধুমাত্র লোকসভায় উত্থাপন করা যায়।

সাধারণ বিলের জন্য রাষ্ট্রপতির সুপারিশের প্রয়োজন নেই। অপরদিকে, অর্থবিলের ক্ষেত্রে রাষ্ট্রপতির সুপারিশের প্রয়োজন রয়েছে।

সাধারণ বিলের ক্ষেত্রে যৌথ অধিবেশন অনুষ্ঠিত হতে পারে। অপরদিকে, অর্থবিলের ক্ষেত্রে যৌথ অধিবেশন করা যাবে না।

সাধারণ বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে তিনটি বিকল্প রয়েছে; সম্পূর্ণ ভেটো, সাসপেনসিভ ভেটো, পকেট ভেটো। অপরদিকে, রাষ্ট্রপতির অর্থবিল আটকে রাখার বা সম্মতি দেওয়ার বিকল্প রয়েছে, তবে কনভেনশন দ্বারা তিনি সম্মতি আটকাতে পারবেন না।

সাধারণ বিলের ক্ষেত্রে সংসদের উভয়কক্ষের সমান আইনি এখতিয়ার রয়েছে। অপরদিকে, অর্থবিলের ক্ষেত্রে রাজ্যসভার শুধুমাত্র সুপারিশ করার ক্ষমতা আছে।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore