শিখনের প্রকৃতিগুলি কী কী। #Notes

Nil's Niva
0

প্রশ্ন- শিখনের প্রকৃতিগুলি কী কী।   

Ø শিখনের প্রকৃতিঃ

শিখনের যে বৈশিষ্ট্য বা প্রকৃতি পাই সেগুলি নীচে উল্লেখ করা হল-

(i) শিখন হল একটি প্রক্রিয়া।

(ii) শিখনের ফলে নতুন আচরণ যেমন তৈরি হতে পারে তেমনি পুরোনো আচরণও পরিবর্তন হতে পারে এবং এই পরিবর্তন আপেক্ষিকভাবে স্থায়ী হবে।

(iii) অভিজ্ঞতা, পর্যবেক্ষণ, প্রশিক্ষণ প্রভৃতির ফলে শিখন সংগঠিত হয়।

(iv) শিখন জন্ম থেকে মৃত্যু অবধি পরিলক্ষিত হয়।

(v) ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবেও শিখন হতে পারে।

(vi) শিখনের যে পরিবর্তন ঘটে তা ভালো বা খারাপ দুই-ই হতে পারে।

(vii) সমস্ত শিখনই সহজে পর্যবেক্ষণযোগ্য নাও হতে পারে।

(viii) শিখন বিভিন্ন রকমের বা বিভিন্ন স্তরের হতে পারে।

(ix) শিখনের ফলে শিক্ষাগত এবং শিক্ষাবহির্ভূত পরিবর্তন হয়।

(x) শিখনের ফলে ব্যক্তি পরিবেশের সঙ্গে সঠিক অভিযোজন করতে সক্ষম হয়।

 


জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore