বাক্যের সংজ্ঞা দাও।বাক্যের শ্রেণিবিভাগ আলোচনা করো।
Ø বাক্যের সংজ্ঞা:
পরস্পর অর্থসম্পর্কযুক্ত
পদগুলি যখন নির্দিষ্ট ক্রম অনুসারে বিন্যস্ত হয়ে কোনো ভাবনা, ধারণা বা বক্তব্যকে সম্পূর্ণরূপে
প্রকাশ করে, তখন তাকে বাক্য বলে। যেমন: আমরা ছুটির পরে বইমেলায় যাব।
আবার একটিমাত্র
পদ দিয়েও বাক্য গড়ে তোলা যায়। যেমন: এসো। (এই বাক্যে 'তুমি' ঊহ্য। কারণ এভাবেই আমরা
লেখার বা বলার সময় সংক্ষেপে মনের ভাবকে ফুটিয়ে তুলি।)
Ø বাক্যের শ্রেণিবিভাগ:
বাক্যে সমাপিকা
ক্রিয়ার উপস্থিতি এবং সম্পর্ককে কেন্দ্র করে বাক্যের গঠনগত শ্রেণিবিভাগটি করা হয়। গঠনগতভাবে
বাক্য চারপ্রকার- (১) সরল বাক্য, (২) যৌগিক বাক্য, (৩) জটিল বাক্য ও (৪) মিশ্র বাক্য।
যদিও মিশ্র বাক্য কখনও কোনো নির্দিষ্ট গঠনগত নিয়ম মেনে তৈরি হয় না।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।