দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক MCQ #wbchse

Nil's Niva
0

 

দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক (M.C.Q)


1.ঠান্ডা যুদ্ধের কোন পরিস্থিতি গড়ে ওঠে?

 (ক) দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটলে (খ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে (গ) প্রথম বিশ্বযুদ্ধের আগে (ঘ) ইরাক-আমেরিকার যুদ্ধের সময়

2. ঠান্ডা লড়াই হল-

 (ক) প্রচলিত যুদ্ধ (খ) অর্থনৈতিক যুদ্ধ (গ) শীতলকালীন যুদ্ধ (ঘ) যুদ্ধের উত্তেজনাকর পরিবেশ

3. ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ হল-

 (ক) বিশ্ব দারিদ্র্য (খ) জাতিসত্ত্বার ভূমিকা (গ) মতাদর্শগত বিরোধ (ঘ) কোনোটিই নয়

4. "Brinkmanship of War" কোন ঘটনাকে বলা হয়?

 (ক) প্রথম বিশ্বযুদ্ধকে (খ) দ্বিতীয় বিশ্বযুদ্ধকে (গ) ঠান্ডা লড়াইকে (ঘ) এদের কোনোটিই নয়

5. ঠান্ডা যুদ্ধের প্রধান দুই প্রতিপক্ষ হল-

 (ক) মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়া (খ) উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া (গ) ভারত ও পাকিস্তান (ঘ) রাশিয়া ও জাপান

6. ঠান্ডা যুদ্ধের অন্যতম প্রধান নেতৃত্ব প্রদানকারী দেশ হল-

 (ক) ভারত (খ) মার্কিন যুক্তরাষ্ট্র । (গ) চীন (ঘ) ইউগোস্লাভিয়া

7. ঠান্ডা লড়াইয়ে সমাজতান্ত্রিক শিবিরের নেতৃত্ব প্রদানকারী দেশ ছিল-

 (ক) সোভিয়েত ইউনিয়ন (খ) ব্রিটেন (গ) কানাডা (ঘ) আফগানিস্তান

8. ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম-

(ক) ভারত ও সোভিয়েত ইউনিয়ন (খ) চীন ও পাকিস্তান (গ) মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন (ঘ) জার্মানি ও ভারত

9. "ঠান্ডা লড়াই" শব্দটি প্রথম ব্যবহার করেন-

 (ক) বার্নার্ড বারুচ (খ) ট্রুম্যান (গ) চার্চিল (ঘ) গর্বাচেভ

10. ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ না বলে যুদ্ধের একটি নতুন কৌশল বলেছেন—

 (ক) বাল্ড (খ) ওয়াল্টার রেমন্ড (গ) ফ্রিডম্যান (ঘ) জর্জফ ফ্রাঙ্কেল

11. ঠান্ডা যুদ্ধকে ‘গরম শান্তি’ বলে বর্ণনা করেছেন—
(ক) ফ্রিডম্যান (খ) রেমন্ড (গ) ফ্র্যাঙ্কেল (ঘ) বার্নেট।

12. এক সাংবাদিক প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন—
(ক) ওয়াল্টার লিপম্যান
 (খ) রিচার্ড রোজম্যান (গ) আয়াহা বার্মান (ঘ) গ্যাটিস

13. ঠান্ডা যুদ্ধের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ বক্তৃতা হল—
(ক) সাধারণভাবে উদ্বোধনী বক্তৃতা (খ) লন্ডন বক্তৃতা (গ) ফলটন বক্তৃতা (ঘ) গ্লোবাল বক্তৃতা

14. ট্রুমান ডকট্রিন ঘোষিত হয়—
(ক) ১৯৪৫ খ্রিস্টাব্দে ১২ মার্চ (খ) ১৯৪৭ খ্রিস্টাব্দে ১২ মার্চ (গ) ১৯৪৮ খ্রিস্টাব্দে ১২ মার্চ (ঘ) ১৯৪৬ খ্রিস্টাব্দে ১২ মার্চ

15. মার্শাল পরিকল্পনা কার্যকর হয়—
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে (খ) ১৯৪৯ খ্রিস্টাব্দে (গ) ১৯৪৮ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৪৫ খ্রিস্টাব্দে

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
bookstore