প্রশ্ন- লিঙ্গ বলতে কী বোঝো? বাংলা ভাষায় লিঙ্গের প্রকারভেদগুলি লেখো।
'লিঙ্গ' শব্দের
অর্থ 'লক্ষণ' বা 'নিদর্শন' বা 'চিহ্ন'। কীসের লক্ষণ? কোনো সজীব, নির্জীব, স্ত্রী-পুরুষ
ইত্যাদিকে চিনে নেওয়ার লক্ষণই হল লিঙ্গ। বাংলা ভাষায় লিঙ্গ তিন প্রকার-পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ
ও ক্লীবলিঙ্গ। সংস্কৃত ভাষাতেও বাংলার মতো লিঙ্গ তিনটি (পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ ও ক্লীবলিঙ্গ)।
মনে রাখতে হবে সংস্কৃত ভাষায় লিঙ্গ ব্যাকরণসম্মত। কিন্তু বাংলা ভাষায় লিঙ্গ প্রকৃতি
অনুসারে নির্ধারিত হয়। কয়েকটি উদাহরণ দিলেই তা স্পষ্ট হয়ে উঠবে। বাংলা ভাষায় 'দারা',
'জায়া' এবং 'কলত্র' শব্দ তিনটি স্ত্রীলিঙ্গা। কিন্তু সংস্কৃতে 'দারা' পুংলিঙ্গ, 'জায়া'
স্ত্রীলিঙ্গ এবং 'কলত্র' ক্লীবলিঙ্গা। অর্থাৎ, সংস্কৃতে বাংলার মতো প্রকৃতি অনুসারে
লিঙ্গ নির্ধারিত হয় না। অন্যান্য ভাষাতেও লিঙ্গ অনেকসময় প্রকৃতি অনুসারে বিচার্য নয়।
যেমন- 'গাড়ি' বা 'পুলিশ' শব্দ দুটি হিন্দি ভাষায় স্ত্রীলিঙ্গ। জার্মান ভাষায় 'das
Madchen' কথার অর্থ কুমারী মেয়ে। কিন্তু শব্দটি ক্লীবলিঙ্গের পরিচিতি পায়।
Ø লিঙ্গের প্রকারভেদ:
[1] পুংলিঙ্গ: যে শব্দ পুরুষজাতীয় প্রাণীকে
বোঝায়, সেটি পুংলিঙ্গ। যেমন- বাবা, দাদা, কাকা, মামা, শিক্ষক, ছেলে, রাজা, মোরগ, তরুণ
ইত্যাদি।
[2] স্ত্রীলিঙ্গ: স্ত্রী-জাতীয় প্রাণীর নাম বোঝানো
হয় যে শব্দের দ্বারা, সেটি স্ত্রীলিঙ্গ। যেমন- মা, দিদি, বৌদি, কাকিমা, মামিমা, শিক্ষিকা,
কন্যা, রানি, মুরগি, তরুণী ইত্যাদি।
[3] ক্লীবলিঙ্গ: যে শব্দগুলি অপ্রাণীবাচক শব্দ,
সেগুলি ক্লীবলিঙ্গ। শব্দগুলি পুরুষও না, স্ত্রীও না, নির্জীব পদার্থ বা ভাব বা অবস্থা
বোঝায়। যেমন- কাঠ, খড়, বই, কলম, মোমবাতি, বাড়ি, ঘর, আকাশ ইত্যাদি।
· উভয়লিঙ্গ:
পুংলিঙ্গ,
স্ত্রীলিঙ্গ ও ক্লীবলিঙ্গ-এই তিন প্রকার লিঙ্গের পাশাপাশি আরেক প্রকার লিঙ্গের অস্তিত্ব
আছে। সেটি হল উভয়লিঙ্গ। উভয়লিঙ্গে স্ত্রী ও পুরুষ উভয়কেই বোঝায়। যেমন- সন্তান, কবি,
রোগা, রাগী, মালিক, চালাক, শাসক, ঔপন্যাসিক, আত্মভোলা ইত্যাদি।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।