উভয়লিঙ্গ ও ক্লীবলিঙ্গের মধ্যে পার্থক্য লেখো।
পুংলিঙ্গ,
স্ত্রীলিঙ্গ ও ক্লীবলিঙ্গ-এই তিন প্রকার লিঙ্গের পাশাপাশি আরেক প্রকার লিঙ্গের অস্তিত্ব
আছে। সেটি হল উভয়লিঙ্গ। উভয়লিঙ্গে স্ত্রী ও পুরুষ উভয়কেই বোঝায়। যেমন- সন্তান, কবি,
রোগা, রাগী, মালিক, চালাক, শাসক, ঔপন্যাসিক, আত্মভোলা ইত্যাদি। বাংলা ভাষায় ক্লীবলিঙ্গের
সঙ্গে উভয়লিঙ্গের পার্থক্য নিম্নরূপ:
উভয় লিঙ্গ |
ক্লীবলিঙ্গ |
(i) নারী-পুরুষ
উভয়কেই বোঝায়। |
(i) ক্লীবলিঙ্গ
স্ত্রীও না, পুরুষও না। |
(ii) সাধারণত
প্রাণীবাচক শব্দ। উদাহরণ: কেরানি,
চিত্রতারকা, ভাস্কর, নীচমনা, সবজান্তা, খেলোয়াড় ইতাদি। |
(ii) অপ্রাণীবাচক
নির্জীব শব্দ বা ভাব। উদাহরণ: বই, খাতা, পেন, সন্দেশ, থালা, ঘটি, বাটি, হাতা, পাথর,
বালি ইত্যাদি। |
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।