1. 'ডাকঘর'
নাটকের রচয়িতা কে? 'ডাকঘর' নাটক কবে প্রকাশিত হয়?
'ডাকঘর'
নাটকের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের 'ডাকঘর' নাটকটি ১৯১২
খ্রিস্টাব্দে রচিত হয়েছিল।
2. অমল কে? অমল কোথায় বন্দি জীবন
যাপন করে?
'ডাকঘর'
নাটকের প্রধান চরিত্র অমল, একজন অসুস্থ বালক। অমল একটি ঘরের মধ্যে বন্দি জীবন যাপন
করে।
3. 'ডাকঘর'
কোন ধরনের নাটক? নাটকের সমাপ্তি কেমন?
'ডাকঘর' রূপক
সাংকেতিক নাটক । রবীন্দ্রনাথের 'ডাকঘর' নাটকের সমাপ্তি শান্ত ও মুক্তির
ব্যঞ্জনাপূর্ণ।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
অনলাইনে কোচিং নিতে হলে এবং বিভিন্ন নোট নিতে হলে এই নাম্বারে কল করুন।